মেয়েদের ফুটবলে সবচেয়ে দামি খেলোয়াড় কে, জানেন?

১৭ জুলাই ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
অলিভিয়া স্মিথ

অলিভিয়া স্মিথ © ফাইল ফটো

নারী ফুটবলে দলবদলে নতুন ইতিহাস গড়লেন অলিভিয়া স্মিথ। ২০ বছর বয়সী এই কানাডীয়ান ফরোয়ার্ড ১০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে লিভারপুল থেকে আর্সেনালে যোগ দিচ্ছেন। নারী ফুটবলে এটি প্রথম ১ মিলিয়ন পাউন্ডের দলবদল।

এর আগে এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নাওমি গিরমাকে ৯ লাখ পাউন্ডে (১১ লাখ মার্কিন ডলার) সান ডিয়েগো ওয়েভ থেকে কিনেছিল চেলসি। সেটি ছিল ১ মিলিয়ন মার্কিন ডলারের প্রথম দলবদল। এবার কানাডার স্মিথ ছাড়িয়েছেন গিরমাকে। মার্কিন মুদ্রায় তাঁর দলবদল ফি দাঁড়াচ্ছে ১৩ লাখ ডলারের বেশি।

২০২৩ সালে পেশাদার ফুটবলে পা রাখা স্মিথ লিভারপুলে যোগ দিয়েছিলেন গত বছর। প্রথম বছরেই সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ৯ গোল করেছেন, যা ক্লাবের সর্বোচ্চ। ইংল্যান্ডের শীর্ষ লিগ উইমেন্স সুপার লিগে মৌসুমের সেরা খেলোয়াড়েরও স্বীকৃতি ওঠে তাঁর হাতে। এমন দারুণ সাফল্যের পর স্মিথকে নিয়ে অন্য ক্লাবগুলোর আগ্রহ বাড়ারই কথা।

স্মিথকে দলে নিতে লিভারপুলকে প্রস্তাব দিয়েছিল চেলসি ও অলিম্পিক লিওঁ। তবে লিভারপুল রাজি হয়নি। শেষ পর্যন্ত আর্সেনাল টাকার অঙ্ক এতটাই বাড়িয়েছে যে, বিশ্ব রেকর্ডই হয়ে গেছে। সর্বশেষ উইমেন্স চ্যাম্পিয়নস লিগে শিরোপা জেতা আর্সেনালে যোগ দিতে স্মিথেরও আগ্রহ ছিল।

শেষ পর্যন্ত রেকর্ড গড়ার মাধ্যমে সেটা হয়ে যাওয়ার পর সই করে এই ফরোয়ার্ড বলেন, ‘আর্সেনালে নাম লেখাতে পারাটা আমার জন্য সম্মানের। ইংল্যান্ড এবং ইউরোপের সবচেয়ে বড় শিরোপাজয়ীদের হয়ে খেলার স্বপ্ন ছিল। সেটা পূরণ হওয়ায় আমি রোমাঞ্চিত।’ আর্সেনালে স্মিথের চুক্তি আপাতত চার বছরের জন্য বলে জানিয়েছে বিবিসি।

লিভারপুলে নাম লেখানোর আগে পর্তুগালের ক্লাব স্পোর্তিং সিপিতে ছিলেন স্মিথ। সেখানে প্রথম মৌসুমে ২৮ ম্যাচে ১৬ গোল করে ২ লাখের কিছু বেশি পাউন্ডে ইংলিশ ক্লাবটিতে যোগ দেন। ২০১৯ সালে মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে কানাডার সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন স্মিথ।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫