এমপিওভুক্ত হচ্ছে ডিগ্রি তৃতীয় শিক্ষক, তালিকা চাইল মন্ত্রণালয়

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ AM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

বেসরকারি কলেজের ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। পাশাপাশি, শিক্ষা মন্ত্রণালয় এ সকল শিক্ষকের তালিকা চেয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি (পাস) পর্যায়ের বিভিন্ন বিষয়ে ২০১৭ থেকে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত গভর্ণিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত, এনটিআরসিএ ব্যতীত তৃতীয় শিক্ষকদের তালিকা প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বেসরকারি কলেজের ডিগ্রি (পাস) পর্যায়ের তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির জন্য আগেও বিভিন্ন সময়ে আবেদন ও আদেশ দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে বিন্দিভিত্তিকভাবে নতুন আবেদনগুলোও জমা পড়ে। এসব আবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় মাউশি অধিদপ্তরে পৃথক প্রতিবেদন চেয়ে এসেছে। একীভূত সিদ্ধান্ত না নিয়ে বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়ায়, ২০১৭ থেকে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত গভর্ণিং বডি কর্তৃক বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের প্রকৃত তালিকা সকল অঞ্চলে পত্র যোগাযোগের মাধ্যমে মাউশি অধিদপ্তর নির্ধারণ করবে।

যারা ওই সময়কাল ধরে নিয়োগপ্রাপ্ত কিন্তু এমপিওভুক্ত হতে পারেনি এমন তৃতীয় শিক্ষকদের প্রকৃত তালিকা প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।

খালেদা জিয়ার ৮০ বছরের বর্ণাঢ্য জীবনে আলোচিত ৩৫ ঘটনা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
গণতন্ত্রের সংকট উত্তরণে নাগরিক-গণমাধ্যমের আত্মপর্যালোচনা জর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহম…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সংসদ ভবন এলাকায় জনতা ও নেতাকর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫