মাউশি মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান © টিডিসি ফটো
‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং বিএড স্কেলের জটিলতা নিরসনে কাজ করছি। শিক্ষকদের সব দাবি-দাওয়া নিয়ে আমরা ওয়াকিবহাল’। রবিবার (৫ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন মাউশি ডিজি। এ সময় তিনি আরও বলেন, ‘বাড়ি ভাড়ার সারসংক্ষেপ আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। শিক্ষা মন্ত্রণালয় এখন এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে। আশা করছি, সরকার শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধিতে কাজ করবে। আমরাও সরকারের কাছে বিষয়টির গুরুত্ব তুলে ধরব।’
আরও পড়ুন: বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে এটুআই’র সঙ্গে চুক্তি, নতুন সফটওয়্যার চলতি মাসেই
বিএড স্কেল নিরসনে মাউশি কি উদ্যোগ নিয়েছে জানতে চাইলে অধ্যাপক মুহাম্মদ আজাদ খান আরও বলেন, ‘এ সমস্যা সমাধানে মন্ত্রণালয়-মাউশির সমন্বয়ে কমিটি করা হয়েছে। তারা কাজ করছে। এ সমস্যারও সমাধান হবে।’