জামিন না পাওয়ায় পিপির ওপর হামলা

০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ AM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ AM
এডভোকেট হযরত আলী হিরন

এডভোকেট হযরত আলী হিরন © টিডিসি ফটো

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. সজিব শাহরিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জামিন করিয়ে না দেওয়ায় চরফ্যাশন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট হযরত আলী হিরনের ওপর হামলার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের সহযোগীদের বিরুদ্ধে। 

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আয়োজিত মতবিনিময় সভা শেষে তাকে গ্রেফতারের পরই এই হামলার ঘটনা ঘটে।

গ্রেফতার সজিব শাহরিয়ার নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন মৃধার ছেলে। অতিরিক্ত পিপি হযরত আলী হিরন অভিযোগ করে বলেন, গ্রেফতারের পর সজিবের সহযোগীরা তাকে ফোনে আদালত থেকে জামিন করিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। তিনি রাজি না হওয়ায় আদালত চত্বর ও তার চেম্বারে হামলা চালানো হয়। হামলায় তিনি আহত হন এবং বর্তমানে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রেফতার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজিব শাহরিয়ারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুলারহাট থানার ওসি (তদন্ত) মো. ইয়াছিন জানান, মুজিব নগর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে গত ২৩ নভেম্বর নাছির উদ্দিন নামে এক ব্যক্তি বাদী হয়ে সজিবসহ ৯ জনকে আসামি করে একটি জিআর মামলা দায়ের করেন। মামলার ২ নম্বর আসামি সজিব দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে অতিরিক্ত পিপি হযরত আলী হিরনের ওপর হামলার বিষয়ে চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদসা বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫