মগবাজারে ফ্যানে ঝুলছিল কলেজছাত্রীর মরদেহ, আত্মহত্যা না অন্য কিছু?

২৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ PM
কলেজছাত্রীকে ঢামেকনেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

কলেজছাত্রীকে ঢামেকনেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন © ফাইল ছবি

রাজধানীর মগবাজারের একটি বাসায় শাহনেওয়াজ জামাল (১৮) নামে এক কলেজশিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহনেওয়াজের বাবা মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর গ্রামের জামাল হোসেন। পরিবারসহ রাজধানীর বড় মগবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

শাহনেওয়াজের বাবা জামাল হোসেন বলেন, ‘আমার মেয়ে একটু রাগী স্বভাবের ছিল। অল্পতেই মন খারাপ করতো। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি, সে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক জানান আমার মেয়ে আর বেঁচে নেই।’

তবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড এটি। সহপাঠীর মৃত্যুর পূর্ণ তদন্ত দাবি তাদের।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম ফারুক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সাথে কথা বলে জানা যায়, মেয়েটির মানসিক সমস্যা ছিল।  এবং তার চিকিৎসা চলছিল। গতকাল সন্ধ্যার পরেও তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে নিজ রুমে গিয়ে ফ‍্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে যা যা করা যাবে না, নির্দেশনা দিল ডিএমপি
  • ৩১ ডিসেম্বর ২০২৫
সাধারণ ছুটির আওতায় থাকবে না যেসব প্রতিষ্ঠান 
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫