থমথমে পরিস্থিতি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, চিকিৎসাসেবা বন্ধ

২৮ মে ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৭:২৫ PM
চিকিৎসা সেবা বন্ধ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে

চিকিৎসা সেবা বন্ধ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে © টিডিসি ফটো

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের সঙ্গে জুলাই আহতদের সংঘর্ষের জেরে হাসপাতালের সকল চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার (২৮ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

দুপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও জুলাই আহতদের ধস্তাধস্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আসা পর্যন্ত চিকিৎসাসেবা কার্যক্রম স্থগিত থাকবে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের প্রবেশ ও বাহিরের গেট তালাবদ্ধ। অনেক রোগী ও তাদের স্বজনরা গেটের বাইরে অপেক্ষা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র‍্যাব, আনসার, কোস্টগার্ড ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। এ সময় জুলাই আহতদের একটি দল হাসপাতালের মূল ফটকে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।

জানা গেছে, গত দুই দিনে হাসপাতালে দুটি অপ্রীতিকর ঘটনার পর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা আজ সকাল থেকে কাজ বন্ধ রাখেন। সকাল ১১টার দিকে জুলাই অভ্যুত্থানে আহতদের একটি দল হাসপাতালের কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় সেখানে উপস্থিত রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ বাঁধে।

আরও পড়ুন: ক্যাম্পাসে ‘মব’ সৃষ্টি করে বৈষম্যবিরোধী আহ্বায়কের ওপর ছাত্রদলের হামলা, দৃশ্য সিসি ক্যামেরায়

এ বিষয়ে ডা. খায়ের আহমেদ বলেন, ‘আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন অবস্থায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই আমরা বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি এবং হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করেছি।’

শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ভেকু উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫