সিরিজে ফেরার মিশনে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

১১ অক্টোবর ২০২৫, ০৯:২৯ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৪১ PM
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ © সংগৃহীত

সিরিজে টিকে থাকার লড়াইয়ে দারুণ বোলিং উপহার দিলেন বাংলাদেশের বোলাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ দশমিক ৫ ওভারেই আফগানিস্তানকে মাত্র ১৯০ রানে অলআউট করেছে টাইগাররা। ফলে সিরিজে সমতায় ফিরতে বাংলাদেশকে এখন ১৯১ রান করতে হবে।

শনিবার (১১ অক্টোবর) আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশ দেখেশুনেই শুরু করেছিলেন দুই ওপেনার গুরবাজ আর সাদিকউল্লাহ আতাল। তবে গুরবাজকে আউট করার মধ্য দিয়ে ওপেনিং জুটি ভাঙেন তানজিম সাকিব। তাকে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে জাকেরের ক্যাচ হন গুরবাজ (১১)।

নবম ওভারে বল হাতে নিয়েই উইকেট তুলে নেন তানভীর ইসলাম। এই স্পিনারের চতুর্থ বলে তুলে মারতে গিয়ে লং-অনে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন আতাল। ১৩ বলে ৮ রান করে ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার।

জোড়া উইকেট হারানোর পর একাই স্কোরশিট বাড়াতে থাকেন ইব্রাহিম জাদরান। তবে তাকে সঙ্গ দিতে পারেননি হাসমতউল্লাহ শাহেদি কিংবা আজমতউল্লাহ ওমরজাই। ১৮তম ওভারে শাহেদিকে (৪) বোল্ড করেন মিরাজ। এছাড়া পরের ওভারে স্লিপে ক্যাচ বানিয়ে ওমরজাইকে (০) ফেরান রিশাদ হোসেন। 

এরপর উইকেটে এসে সেট হয়ে গিয়েছিলেন মোহাম্মদ নবি। তবে মিরাজের দুর্দান্ত এক ক্যাচে থামে তার ইনিংস। সাকিবের বলে ফেরার আগে তার ব্যাট থেকে ২২ রান আসে।

লোয়ার-অর্ডারে খারোতেকে নিয়েও জুটি গড়ার চেষ্টা করেন জাদরান। তবে খারোতে ১৩ রানে বিদায় নিলে ভাঙে তাদের ৩৬ রানের জুটি। পরে মিরাজের বলে মাত্র এক রানে ফেরেন রশিদ খান।

তবে কিছুতেই থামছিলেন না পথের কাঁটা জাদরান। অবশেষে টাইগার অধিনায়কই তার বিদায়ঘণ্টা বাজান। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে বাউন্ডারিতে রিশাদের মুঠোবন্দি হন এই ওপেনার (১৪০ বলে ৯৫ রান)। এছাড়া গাজানফরের ব্যাট থেকে ২২ রান আসে। 

আফগানদের ৯ উইকেট পতনের পর রিটায়ার্ড হার্ট হওয়া রহমত শাহ (৯) ফের মাঠে নেমেছিলেন। কিন্তু রিশাদের বলে ব্যাট করতে গিয়ে আবারও ক্রিজে পড়ে যান। শেষমেশ তিনি আর ব্যাটিং না করতে পারায় ৪৪ দশমিক ৫ ওভারে ১৯০ রানেই থামে আফগানরা।

লাল-সবুজের হয়ে তিনটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দুটি করে উইকেট নেন তানজিম সাকিব আর রিশাদ হোসেন।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫