বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি পদে চমক

০৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:০৩ PM
বুলবুল

বুলবুল © টিডিসি সম্পাদিত

আমিনুল ইসলাম বুলবুলই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচিত সভাপতি হতে যাচ্ছেন, বিভিন্ন মিডিয়ার কল্যাণে এমনটা আগেই নিশ্চিত ছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরা। এবার সেই গুঞ্জন সত্যি করে পূর্ণ মেয়াদে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটির দায়িত্ব নিচ্ছেন গেল কমিটিতে ৪ মাস দায়িত্ব পালন করা বুলবুল।

এদিকে গুঞ্জন ছিল দুই সহ-সভাপতি পদ পাচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম এবং সাবেক সভাপতি ফারুক আহমেদ। তবে ফারুক সহ-সভাপতি নির্বাচিত হলেও ফাহিম এই পদ পাননি। চমক দেখিয়ে সাখাওয়াত হোসেন এই পদে এসেছেন। এর আগে সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে প্রায় দুই ঘণ্টার ভোটগুণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

আরও পড়ুন: কেমন হলো বিসিবি নির্বাচন?

এবারের নির্বাচনে জেলা ও বিভাগীয় কোটায় ১০ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম, চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে খান আব্দুর রাজ্জাক ও মো. জুলফিকার আলি খান, বরিশাল বিভাগ থেকে মো. সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ বা সাবেক ক্রিকেটার, বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর দেবব্রত পালকে হারিয়ে সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট নির্বাচিত হয়েছেন। এছাড়া এনএসসি কোটায় এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক নির্বাচিত হয়েছেন।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫