৪ উইকেট হারিয়ে কাঁপছে পাকিস্তান

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

দলীয় ৫ রানের মধ্যেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। এরপর ইনিংস গুছিয়ে নিতে চেষ্টা করেন ফখর জামান ও সালমান আলি আগা। দুজন মিলে ধীরে-সুস্থে খেলেই সামাল দেন পাওয়ার প্লে। তবে এত সতর্ক ব্যাটিংয়ের পরও লাভ হয়নি। উল্টো জোড়া উইকেট হারায় দ্য গ্রিন ম্যানরা। তাতে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩৭ রান।

সপ্তম ওভারের তৃতীয় বলে ফের আঘাত হানেন রিশাদ। অফ-মিডল স্টাম্পের ওপর করা ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে লং অফে ক্যাচ তুলে দেন ফখর। ২১ বল খেলে করেন মাত্র ১৩ রান।

পরের ওভারে ফের সাফল্য এনে দেন রিশাদ। এবার ফেরান হুসেইন তালাতকে। ৭ বল মোকাবিলায় মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন মিডল-অর্ডার এই ব্যাটার।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই প্রত্যাশিত হয়নি পাকিস্তানের। দলীয় ৫ রানের মধ্যেই জোড়া উইকেট খুইয়ে বসে দ্য গ্রিন ম্যানরা।

প্রথম ওভারেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ইনিংসের শুরুতেই মাত্র ৪ রান করা শাহিবজাদা ফারহানকে ফেরান তিনি। তার ফুলার লেন্থের ডেলিভারিতে ব্যাকওয়ার্ড পয়েন্টে শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ফারহান। সহজ সেই ক্যাচটি নিখুঁতভাবে তালুবন্দি করেন রিশাদ।

এই উইকেটে টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক বিশেষ মাইলফলকে পৌঁছে যান তাসকিন, এই ফরম্যাটে তার শততম উইকেট এটি। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে তাসকিন।

দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই উইকেট মিছিলে যোগ দেন মেহেদী। ফেরান ফর্মহীন সাইম আইয়ুবকে, তিন বল মোকাবিলায় কোনো রান না করেই ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার। মিড অনে ক্যাচ দেন তিনিও, এবারও ক্যাচটি নেন রিশাদ।

চলতি এশিয়া কাপে ৬ ম্যাচে সাইমের চতুর্থ শূন্য রানে আউট হওয়া এটি, প্রথম তিন ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি তিনি। 

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫