আজ কি খেলবেন টাইগার অধিনায়ক?

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে অধিনায়ক লিটন দাসকে পায়নি বাংলাদেশ। সেই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি দল। আজ পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনাল, এই লিটন খেলবেন কিনা—এখনও নিশ্চিত নয় কেউ। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, ভালো খবর আসতে পারে।

সোমবার নেটে ব্যাটিংয়ের সময় পিঠের বাম পাশে টান লাগে লিটনের। সঙ্গে সঙ্গেই শুয়ে পড়েন মাঠে, এরপর আর অনুশীলন করেননি। তখন থেকেই উদ্বেগ। যদিও টিম ম্যানেজমেন্ট ছিল আশাবাদী। ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করা জাকের আলি জানান, শেষ মুহূর্ত পর্যন্ত লিটনের জন্য অপেক্ষা করেছিল দল।

মাঠে এলেও স্বস্তি না পাওয়ায় খেলেননি লিটন। এবার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আরও একটি বড় ম্যাচ—পাকিস্তানের বিপক্ষে টিকে থাকার লড়াই। এই ম্যাচে লিটনের খেলা নিয়ে এখনও নেই পরিষ্কার সিদ্ধান্ত। তবে ম্যাচ শেষে দুবাইয়ে বিসিবি পরিচালক ফাহিম জানান,ে’লিটন দাসের শারীরিক সমস্যা ছিল, এখন পর্যবেক্ষণে আছে। আশা করি ভালো খবর পাবো।‘

ভারতের বিপক্ষে স্পষ্ট শক্তির ব্যবধান থাকলেও পাকিস্তানের বিপক্ষে বরাবরই লড়াকু বাংলাদেশ। চলতি বছরের জুলাইয়েও লিটনের নেতৃত্বে পাকিস্তানকে সিরিজ হারিয়েছে টাইগাররা। ফাহিমের প্রত্যাশা, লড়াইয়ে ফিরেই ফাইনালে উঠবে বাংলাদেশ, ‘আমরা আত্মবিশ্বাসী, পাকিস্তানকে হারিয়ে আমরা চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠতে পারব।‘

শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘আপসহীন’ খালেদা জিয়াকে আজ চিরবিদায় জানাবেন দেশের মানুষ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২০১০ সালে কেড়ে নেওয়া হয় খালেদা জিয়ার বসতবাড়ি, পরে পাঠানো হয়…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে শেষবারের মতো ফিরোজায় যাত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পেছাল দুদিন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
হাসনাত আব্দুল্লাহর মোট সম্পদ ৫০ লাখ, বার্ষিক আয় সাড়ে ১২ লাখ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫