বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিল ভারতীয় হাইকমিশনার

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ AM
নারী ক্রিকেট দলকে সংবর্ধনা ভারতীয় হাইকমিশনারের

নারী ক্রিকেট দলকে সংবর্ধনা ভারতীয় হাইকমিশনারের © সংগৃহীত

আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই উপলক্ষে দলটির সম্মানে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাদের শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে।

রাজধানীর ইন্ডিয়া হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক শুধুই কূটনৈতিক নয়, বরং এই বন্ধন ঐতিহাসিক, সাংস্কৃতিক, ভাষাগত ও ভৌগোলিকভাবে গভীরভাবে জড়িত।‘

নারী ক্রিকেটের অগ্রগতির প্রশংসা করে ভার্মা বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের নারী ক্রিকেট দলই অভাবনীয় উন্নতি করেছে। তারা প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা ও দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তাদের জাতিকে গর্বিত করেছে।‘

বাংলাদেশ নারী দলকে 'নারীর ক্ষমতায়নের প্রতীক' হিসেবে উল্লেখ করে হাইকমিশনার আরও বলেন, ‘আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের নারী দলের পাশে আছি। তারা যেন দেশের প্রতিটি মেয়েকে স্বপ্ন দেখাতে এবং তা অর্জনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।‘

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং আন্তর্জাতিক নারী ক্রিকেটে বাংলাদেশের গর্ব, আম্পায়ার শাথিরা জাকির জেসি। তিনি এবারের বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে আইসিসি বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করবেন।

উল্লেখ্য, নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরটি ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫