বাংলাদেশে আসার আগে ধাক্কা খেল নেদারল্যান্ডস

২৬ আগস্ট ২০২৫, ০৪:০৪ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১০:৩৪ PM
নেদারল্যান্ডস দল

নেদারল্যান্ডস দল © আইসিসি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কাল ঢাকায় আসছে নেদারল্যান্ডস। অবশ্য এই সিরিজকে সামনে রেখে পাঁচ দিন আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ডাচরা। কিন্তু শেষ মুহূর্তের ধাক্কা খেয়ে সেই দল থেকে ৩ পরিবর্তন আনতে হচ্ছে সফরকারীদের।

চোটের কারণে রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন এই সিরিজ থেকে ছিটকে গেছেন। এছাড়া ব্যক্তিগত কারণে সাকিব জুলফিকার নাম প্রত্যাহার করেছেন। তাদের পরিবর্তে সেডরিক ডি লাঙ্গে, সেবাস্তিয়ান ব্রাট ও সিকান্দার জুলফিকারকে স্কোয়াডে নেওয়া হয়েছে।

এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন ১৭ বছর বয়সী ব্যাটার সেডরিক। তাকে নিয়ে অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘তরুণ খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করাটা সবসময় রোমাঞ্চকর। সেডরিক গ্রীষ্মজুড়ে দারুণ খেলেছে এবং দলে জায়গাটা আদায় করে নিয়েছি। এই সফরে সে আমাদের কী দিতে পারে, সেটা দেখতে মুখিয়ে আছি আমরা। আশা করি, লম্বা এক ক্যারিয়ার অপেক্ষা করছে তাঁর জন্য।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে পুরো সিরিজ। আগামী ৩০ আগস্ট গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। এছাড়া ১ ও ৩ সেপ্টেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

ডাচদের বিপক্ষে ৫ টি-টোয়েন্টি খেলে ৪টিতেই জিতেছে বাংলাদেশ। একমাত্র হার ২০১২ সালে, সেটাও ১ উইকেটের ব্যবধানে।

নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ড (অধিনায়ক), নোয়াহ ক্রোস, ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি লাঙ্গে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্তিয়ান ব্রাট, টিম প্রিঙ্গল।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫