সাকিবকে মিস করছে বাংলাদেশ, বললেন সতীর্থরা

১১ জুলাই ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৯:৫১ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

তারকা ক্রিকেটারদের নিয়ে আগেভাগেই কোনো উপসংহারে পৌঁছানো যায় না। সাকিব আল হাসান সে রকমই এক নাম, যিনি বারবার প্রমাণ করে দেন—সমালোচনার জবাব মাঠেই দিতে হয়। অফফর্ম, বিরতি, কিংবা বিতর্ক—যাই থাকুক না কেন, তিনি ফিরে আসেন নিজের চেনা রূপে।

দীর্ঘ  বিরতির পর মাঠে ফিরে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালসের হয়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স উপহার দেন তিনি।

ব্যাট হাতে ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকার পাশাপাশি বল হাতে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। বিশেষ করে ইনিংসের পঞ্চম ওভারে টানা দুই বলে উইল ইয়ং ও ডিন ফক্সক্রফটকে এলবিডব্লিউ করে চমকে দেন সবাইকে। এরপর বোল্ড করেন জশ ক্লার্কসন ও উইলিয়াম ক্লার্ককে।

সাকিবের এমন পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় প্রশংসার বন্যা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান শাহরিয়ার নাফীস নিজের ফেসবুকে সাকিবের ছবি পোস্ট করে লিখেন, ‘কিছু বলার নাই...’।

ক্রিকেটার রুবেল হোসেন লেখেন, ‘শচীন টেন্ডুলকার বলেছিলেন, একজন সাকিব ১০ হাজার বছর পরপর জন্ম নেয়। বাংলাদেশ ক্রিকেট আপনাকে অনেক মিস করছে ভাই।’ অলরাউন্ড পারফরম্যান্সের পরিসংখ্যানসহ সাকিবের ছবি পোস্ট করেন নাসির হোসেনও। ক্যাপশনে লিখেন, ‘বাংলাদেশ ক্রিকেট আপনাকে মিস করবে।’

সাকিবের নেতৃত্বে সেদিন ২২ রানে জয় পায় দুবাই ক্যাপিটালস। আর সেই রাতেই বাংলাদেশ জাতীয় দল শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরে যায় পাল্লেকেলেতে, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। সাকিবের মাঠ কাঁপানো পারফরম্যান্স আর জাতীয় দলের পরাজয়—দুটি ঘটনা এক রাতে, যেন একটিই বার্তা দেয়: সাকিবই আলাদা।

 

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫