বড়দিন উপলক্ষ্যে খাগড়াছড়িতে বর্ণিল আনন্দ শোভাযাত্রা

২২ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ PM
বড়দিন উপলক্ষ্যে খাগড়াছড়িতে বর্ণিল আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি

বড়দিন উপলক্ষ্যে খাগড়াছড়িতে বর্ণিল আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি © টিডিসি ফটো

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আনন্দ শোভাযাত্রা। উৎসবের আমেজে সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের চেঙ্গী স্কয়ার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন, ধর্মীয় প্রতীক ও সংগীতের তালে তালে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে খ্রিষ্টান সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রায় বড়দিন উদ্‌যাপন পরিষদের সভাপতি রনিক ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।

শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মানবজাতির কল্যাণ, প্রেম, ভালোবাসা ও শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন যিশুখ্রিষ্ট। তাঁর শিক্ষা ও আদর্শ মানবসমাজে সম্প্রীতি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে আজও প্রাসঙ্গিক।

সমাবেশে বক্তব্য রাখেন বড়দিন র‍্যালি উদ্‌যাপন কমিটির আহ্বায়ক তরুণ সেন ত্রিপুরা, যাজক পাস্টর প্রদীপ ত্রিপুরা, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সদস্য সচিব কৃষ্ণ ত্রিপুরা,খ্রিষ্টান অ্যাসোসিয়েশন জেলা শাখা'র সভাপতি সুনি ত্রিপুরা, উদ্‌যাপন উদযাপন কমিটির আহ্বায়ক মিলন ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন : মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ

আয়োজকরা জানান, বড়দিনের আনন্দ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে। শান্তি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে খাগড়াছড়ি যেন একটি মানবিক ও সহনশীল সমাজ হিসেবে এগিয়ে যায়, এটাই এ আয়োজনের মূল লক্ষ্য।

বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫