ঝিনাইদহে ভ্যান-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ২

০২ অক্টোবর ২০২৫, ০৬:৩২ PM
বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ভ্যান

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ভ্যান © টিডিসি

ঝিনাইদহ সদর উপজেলার ১৮ মাইল এলাকায় ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ভ্যানচালক নজরুল ইসলামের (৬৫) পরিচয় পাওয়া গেছে। তিনি সদর উপজেলার নগর বাথান গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে। তবে দুর্ঘটনায় নিহত শিশুটির পরিচয় এখনো জানা যায়নি।

ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে একটি যাত্রীবাহী ভ্যান হলিধানি বাজার থেকে নগরবাথান বাজারের দিকে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাতপরিচয় শিশু নিহত হয় এবং গুরুতর আহত ভ্যানচালক নজরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ আড়াইশ বেড হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঐক্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার অব…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জোটের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪ নেত…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সম্পাদক পাবেল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিএনপি সমর্থিত নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং অফি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫