গাজীপুরের কোনাবাড়ীতে ডোবায় পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোনাবাড়ী আমবাগ পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতরা হলেন ইয়ানু (৭), জামালপুর জেলার মো. আজাদের ছেলে এবং হাবিব (৬), টাঙ্গাইল জেলার মো. আমির হোসেনের ছেলে। তাদের পরিবার গাজীপুরে কাজের সুবাদে কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়ার আফসার হাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ইয়ানু ও হাবিব খেলতে খেলতে বাড়ির পেছনের দিকে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পেছনে থাকা একটি পরিত্যক্ত ডোবায় দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই বাড়িতে বসবাসরত দুই পরিবারের দুই শিশুর একসঙ্গে মৃত্যুতে শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে এলাকায়। প্রতিবেশীরা জানান, দুই শিশু খুব চঞ্চল ও প্রাণবন্ত ছিল। তাদের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা।

স্থানীয়দের অভিযোগ, এলাকার পরিত্যক্ত ডোবা-জলাশয়গুলো ঘিরে কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা দ্রুত এসব ডোবা ভরাট বা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নর্থ সাউথ ইউনিভার্সিটির শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এনইউবিতে দোয়া অন…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচি আনুষ্ঠানিকভাবে জানাল অধিদ…
  • ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া পরিষদের শোক
  • ৩০ ডিসেম্বর ২০২৫
ভোলায় সিএনজি-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল শিশুর
  • ৩০ ডিসেম্বর ২০২৫