ম্যানহোলে পড়ে নিখোঁজ নারী, ২২ ঘণ্টায়ও সন্ধান না পেয়ে মহাসড়ক অবরোধ

২৮ জুলাই ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৮:৫০ PM
ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ হওয়ার ঘটনায়ি সড়ক অবরোধ

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ হওয়ার ঘটনায়ি সড়ক অবরোধ © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে ফারিয়া তাসনিম সিদ্দিকী জ্যোতি (২৪) নামের এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় দ্বিতীয় দফায় আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। নিখোঁজের ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং দ্বিতীয় দফায় মহাসড়ক অবরোধ করে। তারা জানান, যতক্ষণ পর্যন্ত নিখোঁজ জ্যোতির সন্ধান না মিলবে, ততক্ষণ সড়ক অবরোধ অব্যাহত থাকবে।

এর আগে, রবিবার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইমপেরিয়াল হাসপাতালের সামনে খোলা একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। টানা বৃষ্টির কারণে পানি উপচে পড়ায় খোলা ম্যানহোলটি চোখে পড়ছিল না বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান।

প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে, যা এখনও চলছে।

জানা গেছে, নিখোঁজ ফারিয়া তাসনিম সিদ্দিকী জ্যোতি রাজধানীর মিরপুর ১০ নম্বর সেক্টরের বাসিন্দা। তিনি ‘মনি ট্রেডিং’ নামের একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। জ্যোতির বাড়ি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ায়। রবিবার রাতে তিনি চিকিৎসা নিতে টঙ্গীর ঢাকা ইমপেরিয়াল হাসপাতালে এসেছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ‘ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। বৃষ্টির কারণে এটি পানিতে পরিপূর্ণ এবং তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।’

এলাকাবাসীর অভিযোগ, সড়কের পাশের ১২ ফুট প্রশস্ত ড্রেন সংকুচিত করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে, যার ফলে বর্ষায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ নেয়। তাদের দাবি, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’

খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫