ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ গেল চালকের, আহত হেলপার

২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১০:২৩ AM
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে থাকা ট্রাক

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে থাকা ট্রাক © টিডিসি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে জামাল মোল্লা (৩২) নামের এক চালক প্রাণ হারিয়েছেন । এতে হেলপার আনিস আহত হন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল মোল্লা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কুলিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত ট্রাকের হেলপার আনিস গোপালগঞ্জ সদর উপজেলার ডুমরাসুর গ্রামের বাসিন্দা।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা জানান, ট্রাকটি মাছ বহনের খালি বক্স নিয়ে সিলেট থেকে মোল্লাহাটে যাচ্ছিল। ফুকরা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে ট্রাকটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে চালক জামাল মোল্লা ঘটনাস্থলেই মারা যান এবং হেলপার আনিস আহত হন। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এসআই রোমান আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত চালকের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫