ডাকসুর ক্রীড়া সম্পাদক পদে জয়ী কে এই আরমান

১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ PM
আরমান হোসেন

আরমান হোসেন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ক্রাড়ী সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোট প্যানেলের আরমান হোসেন। ৭ হাজার ২৫৫ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আল-আমিন সরকার ৩ হাজার ৮৩১ ভোট, চিমচিম্যা চাকমা ৩ হাজার ৭৮৮ ভোট, জহিন ফেরদৌস জামি ৩ হাজার ৪৩৮ ভোট, মো. সাদিকুজ্জামান সরকার ৩ হাজার ৮০ ভোট পেয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিনেট ভবনে এই ফল ঘোষণা করেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।

ডাকসুর ক্রীড়া সম্পাদক পদে জয়ী আরমান একাধারে সেলফ ডিফেন্স প্রশিক্ষক, এমফিল গবেষক, মার্শাল আর্টিস্ট, এবং ক্রীড়া সংগঠন। জুডোতে ব্ল্যাকবেল্ট (প্রথম ড্যান) এবং কারাতে’তে দ্বিতীয় ড্যান অর্জন করেন তিনি। ঝিকরগাছা উপজেলার আরমান যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন।

২০২৩ সালে ঢাবির আরবি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ‘ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন’ও শেষ করেন। বর্তমানে ‘টেকনিক্স ও সেলফ ডিফেন্স’ বিষয়ে এম ফিল গবেষণা করছেন ২০১৬-১৭ সেশনের এই শিক্ষার্থী। বিকেএসপি থেকে কোচিং প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্বীকৃত রেফারি তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া, সংগঠন, আন্দোলন এবং সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। ঢাবি জুডো-কারাতে ক্লাবের প্রেসিডেন্ট, একইসঙ্গে জুডো কারাতে সেন্টারের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাঁধনের মুহসীন হলের সাবেক সভাপতি।

এছাড়া ঢাবির আন্তঃহল জুডো ও কারাতে প্রতিযোগিতায় টানা তিনবার আনবিটেবল চ্যাম্পিয়ন তিনি। পাশাপাশি আন্তঃবিভাগ ফুটবল, আন্তঃহল ভলিবল, হ্যান্ডবলে রানার্স-আপ দলে ছিলেন তিনি। অ্যাথলেটিক্স ও ওয়াটার পোলো প্রতিযোগিতায়ও সাফল্য আছে তার।

‘জে কে কমব্যাট একাডেমি’ প্রতিষ্ঠাও তিনি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং শারীরিক ফিটনেস বিষয়ে সেমিনার ও কর্মশালা আয়োজন করে থাকে এই একাডেমি।

 

 

ট্যাগ: ডাকসু
আজ রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫