ডাকসুতে আংশিক বিজয় পেল এবি জুবায়ের ও মোসাদ্দেকের স্বতন্ত্র প্যানেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকল্প ছাত্ররাজনীতির প্রতিনিধি হিসেবে পরিচিত স্বতন্ত্র আংশিক প্যানেলের দুই প্রার্থী এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ গুরুত্বপূর্ণ দুটি পদে জয়লাভ করেছেন।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোসাদ্দেক ৭ হাজার ৭৮২ ভোট এবং সমাজসেবা সম্পাদক পদে এবি জুবায়ের ৭ হাজার ৬০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। উভয়েই মূল ধারার বাইরে বিকল্প রাজনীতির বাহক বলে পরিচিত এবং এই বিজয়কে অনেকেই ডাকসুতে নতুন এক ছাত্র রাজনৈতিক বাস্তবতার সূচনা হিসেবে দেখছেন।
উভয় বিজয়ী প্রার্থীই যুক্ত ছিলেন পূর্বের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, যেখানে তারা ছিলেন ১৫৮ সদস্যবিশিষ্ট অভ্যুত্থানকালীন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য। এই আন্দোলনের মধ্য দিয়েই তারা উঠে আসেন নতুন ছাত্র রাজনীতির মুখ হিসেবে।
আরও পড়ুন: ডাকসুতে ২৮ পদের ২৩টিই পেল শিবির প্যানেল, দেখুন তালিকা
বর্তমানে তারা কাজ করছেন ‘জুলাই ঐক্য’ নামক বিকল্প ছাত্রজোটের সংগঠক হিসেবে, যা ছাত্ররাজনীতিতে দখলদারিত্ব, সহিংসতা ও দলীয় করণের বিরুদ্ধে নতুন এক ভাষ্য তুলে ধরছে।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন , ছাত্রলীগের নিষিদ্ধ ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে ও জেলে যেতে হয়েছে।
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের অপকর্ম নিয়ে কথা বলার পর প্রায়ই বন্ধুদের মাধ্যমে বার্তা আসতো— ‘ওরে সাবধান হয়ে যেতে বলিস, না হলে পথেঘাটে মরে পরে থাকবে।’
মোসাদ্দেক জানান, ৫ আগস্টের পরেও একটি নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের কাছ থেকে প্রকাশ্যে বলা হয়েছে— ‘মেরে ফেলব’, ‘জবাই করে ফেলব’।
শিক্ষার্থীর মতে, তাদের বিজয় একটি বিকল্প ছাত্ররাজনীতির প্রতি আস্থার প্রকাশ এবং সহিংসতা ও দখলদারিত্বমুক্ত এক নতুন ধারার সূচনা করতে পারে।