ভর্তিচ্ছু শিক্ষার্থীর কাছে ১৫ নম্বর পাবে গুচ্ছ কমিটি

১৩ মে ২০২৫, ০৫:৩৩ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ১২:০৬ PM
ওএমআর শিট

ওএমআর শিট © টিডিসি সম্পাদিত

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) বেলা ৩টা ৪০ মিনিটের দিকে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল অনুযায়ী, এবারের পরীক্ষায় সর্বনিম্ন নাম্বার মাইনাস ১৫— ১০০ নম্বরের মধ্যে। এই নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা একজন। এছাড়া, পাশ নম্বর ৩০ এর কম পেয়েছেন অর্থাৎ অনুত্তীর্ণ হয়েছেন ৬৮ হাজার ১২৮ জন। যা মোট আবেদনের ৫৪ দশমিক ২৬ শতাংশ।

অপরদিকে, এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৪৫.৭৪ শতাংশ। এবারে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ঢাকা বোর্ডের সানজিদা আক্তার উর্মি। তার প্রাপ্ত নাম্বার ৮৪.৭৫। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৮০ নম্বরের উপরে পেয়েছেন মাত্র ৫ জন। পরীক্ষায় ৭০ নম্বরের উপরে পেয়েছেন ২৭৪ জন, ৬০ নম্বরের উপরে পেয়েছেন ৩ হাজার ২৭২ জন, ৫০ নম্বরের উপরে পেয়েছেন ১১ হাজার ১৪৪, ৪০ নম্বরের উপরে পেয়েছেন ১৮ হাজার ৩২৬ জন শিক্ষার্থী।

এদিন বিকেল ৩টায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফলাফল ঘোষণার পর কমিটির আহ্বায়ক সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। 

এই  ইউনিটে ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৫ হাজার ৫৫৩ জন (শতকরা ৮৭.৯৮)। পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৪২৫ জন (শতকরা ৪৫ দশমিক ৭৪ শতাংশ) এবং অকৃতকার্য সংখ্যা ৬৮ হাজার ১২৮ জন ( শতকরা ৫৪ দশমিক ২৬ শতাংশ)। এবার অনুপস্থিতির সংখ্যা ১৭ হাজার ১৬১ জন  (শতকরা ১২ দশমিক ০২ শতাংশ)। ওএমআর বাতিলের সংখ্যা ৩৯টি। 

আরো পড়ুন: গুচ্ছের ‘এ’ ইউনিটে সেরা তিন যারা

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ‘সি’,  ২ মে, ‘বি’ এবং ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ফলাফলও প্রকাশিত হয়েছে। 

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম
  • ৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
শীতার্ত দুস্থদের মাঝে এনসিপি নেতার কম্বল বিতরণ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ও আতশবাজি বন্ধসহ যেসব বিধি…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
  • ৩১ ডিসেম্বর ২০২৫