জবিতে ফিঙ্গারপ্রিন্টে কর্মকর্তা-কর্মচারীদের হাজিরার নির্দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক সপ্তাহের মধ্যে সব বিভাগ, দপ্তর ও ইনস্টিটিউটে ডিজিটাল হাজিরার জন্য ফিঙ্গারপ্রিন্ট মেশিন লাগানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলকে নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের সময়মত অফিসে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ফিঙ্গারপ্রিন্ট হাজিরার ব্যবস্থা করা প্রয়োজন। তাই আগামী সাত দিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট হাজিরার জন্য বিশ্ববিদ্যালয়ের আইটি সেলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!