জাহাঙ্গীরনগর ও গণ বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্যকে সংবর্ধনা প্রদান

সংবর্ধনা প্রদান
সংবর্ধনা প্রদান  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম ও গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: আবুল হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের ধামরাই উপজেলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ জুলাই) বেলা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ।

সংসদ সদস্য বেনজির আহমদ বলেন, 'দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে দল মত নির্বিশেষে আমাদের দেশের জন্য কাজ করা দরকার। দেশের উন্নয়নের জন্য আমাদের এক হতে হবে। শুধুমাত্র একজন এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে না। আজকে আমরা সাময়িক কিছু সংকটের মুখোমুখি হয়েছি। এই সংকটগুলো শুধু আমাদের না সমগ্র বিশ্ব এই সংকটের মুখোমুখি। এই সংকট সমাধানে আমাদের রাজনীতির বাইরে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে।'

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো: নূরুল আলম বলেন, 'এই সংবর্ধনার আয়োজন করে আজকে যারা আমাদেরকে সম্মানিত করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী সকলকে কৃতজ্ঞতা জানাই। আমরা সকলে হাতে হাত মিলিয়ে যদি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সচেষ্ট হই তবে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে দেশ এগিয়ে যাবে।'

তিনি আরো বলেন, 'আজকে দেশটা যে পর্যায়ে আছে এটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অবদান। মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা অচিরেই বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা দেখতে পাবো।'

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি ও গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক এ এ মামুন, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আশিষ কুমার মজুমদার, সাবিনা ইয়াসমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ।


সর্বশেষ সংবাদ