‘পঁচা ভাত’ খেয়ে রোজা রেখেছেন জাবির আবাসিক ছাত্রীরা

হলে সামনে ছাত্রীদের মানববন্ধন
হলে সামনে ছাত্রীদের মানববন্ধন  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ফজিলাতুন্নেছা হলে পঁচা ভাত দেওয়ায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় হলের সামনে এ কর্মসূচি পালিত হয়েছে। এসময় ছাত্রীরা ক্যান্টিন চালু করা, ডাইনিংয়ের খাবারের মান বাড়ানো, ইলেকট্রনিক সমস্যা সমাধান, আসবাবপত্র সমস্যা সমাধান, হল সুপারের কর্তৃত্ববাদী আচারণ নির্মূলসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

চারুকলা বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী জুলফিসাহ রাবেয়া মুমু বলেন, আমরা যে একটা হলে থাকি তা প্রশাসন ভ্রুক্ষেপ নেই। তাদের কাছে যে সমস্যা নিয়ে যাই তারা নতুন হলের দোহায় দিয়ে তা ফেলে রাখে। আমাদের সমস্যাগুলো তাদের কর্তৃপক্ষের কান পর্যন্ত পৌঁছায় না।

রাবেয়ার অভিযোগ হল সুপার কর্তৃত্ববাদী আচারণ করেন। সারা বছর হল প্রশাসনের কোনো খোঁজ থাকে না অথচ ২৬ মার্চের অনুষ্ঠানের দিন তাদের সবার আনাগোনা শুরু হয়। অনুষ্ঠানের দিন কি এমন আলাদা সুবিধা আছে আমার জানা নেই। আমাদের দাবি মেনে নিয়ে তাদের এ ধরনের কর্তৃত্ববাদী আচারণ পরিবর্তন করতে হবে।

আরও পড়ুন: দশ বছরে ১১ জাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী নারমিন সুলতানা উপমা বলেন, হলের ডাইনিংয়ের মানহীন খাবার নিয়ে আমরা যখনই অভিযোগ করি তখনই আমাদের বলা হয় সমস্যা হলে রান্না করে খাও। হল প্রশাসনকে সমস্যা সমাধানে খুঁজে পাওয়া যায় না। আমরা একটা ইস্তিরি চালু করলে তাদের বিদ্যুতের ভোল্টেজ কমে যায়; অথচ তারা এসির হাওয়া খাচ্ছেন।

ছাত্রীদের অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ এ টি এম আতিকুর রহমান বলেন, হলের এ ধরনের সমস্যার কথা ছাত্রীরা আমাকে আগে জানায়নি; আমি মাত্র জানলাম। আমি এসেছি তাদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করব।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!