‘মুজিবুর রহমান’ স্বর্ণপদক পেলেন রাবির ৮ শিক্ষার্থী

‘মুজিবুর’ স্বর্ণপদক পেলেন রাবির ৮ শিক্ষার্থী
‘মুজিবুর’ স্বর্ণপদক পেলেন রাবির ৮ শিক্ষার্থী  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কৃতি শিক্ষার্থীদের এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে গণিত বিভাগে ৫ জন এবং ফলিত গণিত বিভাগের ৩ জন কৃতি শিক্ষার্থী এ পদকে ভূষিত হন।

স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- গণিত বিভাগের তৌহিদা (বিএসসি সম্মান, ২০১৮), মাহমুদা আক্তার (এমএসসি থিসিস, ২০১৮), শেখ রাজিয়া সুলতানা (এমএসসি, ২০১৮), মো. আলমগীর হোসেন (এমএসসি থিসিস, ২০১৮) ও আলফি জান্নাত (এমএসসি, ২০১৮)।

এছাড়া ফলিত গণিত বিভাগের শিক্ষার্থীরা হচ্ছেন মো. সম্রাট আলী (বিএসসি সম্মান, ২০১৮), মোসা. হোসনেআরা খাতুন (এমএসসি থিসিস, ২০১৮) ও মো. নজরুল ইসলাম (এমএসসি, ২০১৮)। এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সপ্তমবারের মতো এই স্বর্ণপদক প্রদান করা হলো।

আরও পড়ুন: একুশে পদক পাচ্ছেন দুই উপাচার্য

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর সাহেদ জামান ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি মো. নুরুল আলম। গণিত বিভাগের সভাপতি প্রফেসর নাসিমা আখতারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফলিত গণিত বিভাগের সভাপতি প্রফেসর মো. আতিকুর রহমান।

আবুল ফয়েজ (এ এফ) মুজিবুর রহমান ছিলেন ভারতবর্ষের প্রথম বাঙালি মুসলিম আইসিএস কর্মকর্তা। তিনি ১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ গণিতে (স্নাতকোত্তর) প্রথম শ্রেণিতে প্রথম হন। তিনি বিখ্যাত গণিতবিদ স্যার আশুতোষ মুখার্জির সর্বোচ্চ নম্বরপ্রাপ্তির রেকর্ডও ভাঙেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence