ঢাকা বিশ্ববিদ্যালয়

অধ্যাপক পদে পদোন্নতিতে লাগবে পিএইচডি, ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর

২৭ মার্চ ২০২২, ১০:২২ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হতে হলে শিক্ষকদের পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিকে, আজ রবিবার সিন্ডিকেটের এক সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জনসংযোগ অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পিএইচ.ডি/সমতুল্য ডিগ্রি থাকার বাধ্যবাধকতা আগামী ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ওই সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় চাহিদা বিবেচনায় নিয়ে একটি নীতিমালার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল/এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

সভায়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। পুনর্গঠিত চারটি ইউনিট হলো: (১) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট (২) বিজ্ঞান ইউনিট (৩) ব্যবসায় শিক্ষা ইউনিট এবং (৪) চারুকলা ইউনিট। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পূর্বের ন্যায় ‘ক,খ, গ, ঘ এবং চ’ এই ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভায়, শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা, কর্পোরেট শিষ্টাচার, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ, সৃজনশীল মননশীলতার বিকাশ প্রভৃতি উন্নয়নের জন্য আবাসিক হল/হোস্টেলের সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের দায়-দায়িত্ব ও কর্তব্য এবং বিভিন্ন কর্মকৌশল বাস্তবায়ন বিষয়ে প্রভোস্ট কমিটি প্রণীত নীতিমালা সভায় আলোচনা করা হয়।

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের…
  • ০৭ জানুয়ারি ২০২৬
শিবির ও ছাত্রদলের ভিপি-জিএস-এজিএস প্রার্থীর এখন পর্যন্ত ভোট…
  • ০৭ জানুয়ারি ২০২৬
এনএসইউর ২৬তম সমাবর্তনে ডিগ্রি পেলেন ৩,৩২২ শিক্ষার্থী, গোল্…
  • ০৭ জানুয়ারি ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
  • ০৭ জানুয়ারি ২০২৬
দুদকের মামলায় এবার জিয়াউল আহসান গ্রেপ্তার
  • ০৭ জানুয়ারি ২০২৬
আরও ৩ কেন্দ্রের ফল প্রকাশ, শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির
  • ০৭ জানুয়ারি ২০২৬