ঢাবিতে বেতন ছাড়াই চাকরি করছেন ২৮ শিক্ষক

২৬ মার্চ ২০২২, ০৯:৪২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো রকম বেতন ছাড়াই চাকরি করছেন ২৮ জন শিক্ষক। আর চুক্তিভিত্তিক শিক্ষকতা করছেন ৫৪২ জন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত ৪৭তম বার্ষিক প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়গুলোর ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী এই প্রতিবেদন তৈরি করা হয়েছিল।

প্রতিবেদনের তথ্য বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির এক হাজার ৫১৮ জন শিক্ষকের মধ্যে ৫৪২ জনই চুক্তিভিত্তক হিসেবে চাকরি করছেন। এই বিশ্ববিদ্যালয়ের ৩১২ জন শিক্ষক শিক্ষাছুটিতে রয়েছেন। প্রেষণে রয়েছেন ১৭ জন, বেতন ছাড়া চাকরি করছেন ২৮ জন। আর অননুমোদিত ছুটিতে ছিলেন ৪ জন।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৩ শতাংশ শিক্ষক ছুটিতে

জানা গেছে, দেশের ৪৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ১৫ হাজার ১৯৪ জন। এই শিক্ষকদের মধ্যে ৩ হাজার ৫১১ জন বিভিন্ন ধরনের ছুটিতে রয়েছেন। যা মোট শিক্ষকের ২৩ শতাংশের বেশি। ছুটিতে থাকা শিক্ষকরা পাঁচ ধরনের ছুটিতে ছিলেন। এদের মধ্যে বড় একটি অংশ শিক্ষাছুটিতে রয়েছেন। শিক্ষকদের শিক্ষা ছুটির পরিমান ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে কমেছে। ২০১৯ সালে শিক্ষাছুটিতে ছিলেন ২ হাজার ২৬৪ জন। আর ২০২০ সালে ২ হাজার ৮৮ জন আছেন শিক্ষাছুটিতে।

তথ্যমতে, ২০২০ সালে লিয়েন বা অন্য প্রতিষ্ঠানে চাকরি করেন এমন শিক্ষকের সংখ্যা ৭৬ জন। বিনা বেতনে ছুটিতে ২০৩ জন, ছুটি শেষ হলেও অনুমতি ছাড়াই বিদেশে রয়েছেন ৪৩ জন। খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক নিয়োগে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন ১২০১ জন।

আরও পড়ুন: যোগদানের দিন থেকেই বেতন কার্যকর চান শিক্ষকরা

শিক্ষকদের এ ধরনের ছুটির বিষয়ে জানতে চাইলে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, প্রয়োজনীয় সংখ্যক জ্ঞান আহরন, আন্তর্জাতিক সেমিনার, উচ্চতর শিক্ষাসহ নানা কারণে শিক্ষকরা ছুটি নিয়ে থাকেন। যেটি স্বাভাবিক। তবে এগুলো সংক্ষিপ্ত ছুটি। পিএইচডি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে শিক্ষকরা দীর্ঘ ছুটিতে যান। তাদের ক্ষেত্রে অন্য শিক্ষক নিয়োগ দেয়ার বিধান রয়েছে। ফলে শিক্ষক সংকট তৈরির সম্ভাবনা নেই।

জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ৩১ জান…
  • ১২ জানুয়ারি ২০২৬
পার্থের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
  • ১২ জানুয়ারি ২০২৬
ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়:…
  • ১২ জানুয়ারি ২০২৬
‘পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে’
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির একাধিক নেতার বক্তব্যে ধর্মবিদ্বেষী মনোভাবের পুনরাবৃ…
  • ১২ জানুয়ারি ২০২৬
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9