রাবিতে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ, খাবার বিতরণ-বৃক্ষরোপণ

রাবিতে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ
রাবিতে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ  © টিডিসি ফটো

‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’ আমরা প্রেমের সুষম বণ্টন চাই। কেউ একাধিক নিয়ে থাকবে, কেউ একটাও পাবে না, তা হবে না। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন প্রেম বঞ্চিত সংঘের সভাপতি কাজী মোহাম্মদ নোমান।

নোমান বলেন, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসের দুস্থ-অসহায় নারী ও শিশুদের একবেলার খাবারসহ আমরা বৃক্ষরোপণ করেছি। এ কর্মসূচি থেকে আমরা এটা প্রচার করতে চাই যে ভালোবাসা দিবসে শুধু প্রেমিক-প্রেমিকা আড্ডা নয়। এদিনে সকলের দুঃখ-কষ্ট অনুভব করে ভালোবাসা ছড়িয়ে দেয়াও সম্ভব।

আরও পড়ুন: ভালোবাসা দিবসে সুন্দরবনকেও ভালোবাসুন

এর আগে ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত’, ‘নষ্ট প্রেমের খ্যাতাতে, আগুন জ্বালো একসাথে’, ‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’- নেতাকর্মীদের এমন স্লোগান উত্তপ্ত হয় ক্যাম্পাস।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসের এক সাধারণ শিক্ষার্থী রাফি বলেন, প্রেম বঞ্চিত সংঘের কার্যক্রম তো সেশনারী। ভালোবাসা দিবসের ঠিক কয়েকদিন আগে ক্যাম্পাসে তাদের উদয় ঘটে। তবে, ভালোবাসা দিবসে সংগঠনটিকে বিক্ষোভসহ সমাবেশ করতে দেখা যায়।

উল্লেখ্য, মিছিল শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে দুটি বৃক্ষরোপন করেন সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া সম্প্রতি ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত রাবি শিক্ষার্থী হিমেলের স্বরণে রক্তদান ক্যাম্পেইন ও ক্যাম্পাসের দুস্থ নারী-শিশুদের হাতে একবেলার খাবার তুলে দেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence