ঢাবিতে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১০ AM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের মসজিদের বিপরীত পাশের ফুটপাতের ওপর মরদেহ দুইটি পড়ে ছিলো। পরে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। তবে কে বা কারা মরদেহ দুইটি ফেলে গেছে সেটি জানা যায়নি।
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে ফুটপাতের ওপর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি ময়নাতদন্তের জন্য। তাদের মরদেহ কারা ফেলে গেছে, তা এখনও জানা যায়নি। আলামত হিসেবে ককশিটের বাক্স আর বাচ্চা দুটিকে মুড়িয়ে রাখা কাপড় সংগ্রহ করা হয়েছে।
এদিকে প্রায়ই বিশ্ববিদ্যালয় এলাকায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এনিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, বিশ্ববিদ্যালয় উন্মুক্ত হওয়ায় যে কেউ এখানে আসতে পারে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নাই বিশ্ববিদ্যালয়ে। তাই বাহির থেকে অনেকে এসে এখানে মরদেহ ফেলে যায়। বদনাম হয় বিশ্ববিদ্যালয়ের।