চবির সশরীরে ক্লাসও ২১ ফ্রেরুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

সরকারি নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সশরীরে শরীরে ক্লাস আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো চলমান থাকবে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, এদিন বিকেলে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানায় সরকার। তবে এই সময়ে টেলিভিশন ও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।

আরও পড়ুন: ২১ ফ্রেরুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে রাবির সশরীরে ক্লাস

চবি উপাচার্য বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ালে আমাদেরও বাড়বে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে রেখেছি। নতুন করে মন্ত্রণালয়ের নির্দেশনা শুনেছি, সে অনুযায়ী আমাদেরও আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পাঠদান বন্ধ থাকবে। তবে আগের মত পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে চলমান থাকবে।

সশরীরে পাঠদান বন্ধের সময়সীমা বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনও। রাবির পক্ষ থেকে জানানো হয়েছে, ০৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীর শ্রেণিকক্ষে পাঠদান ৭ থেকে ২১ ফ্রেরুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

আরও পড়ুন: ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

একইসঙ্গে করোনার সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ আগামী ২১ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে সব স্কুল, কলেজ এবং সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে পাঠদান বন্ধসহ ১১ দফা নির্দেশনার কথা জানানো হয়েছে।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬