বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর হলে শাড়ি পরানোর বিজ্ঞাপনে তোলপাড় নেট দুনিয়ায়

শাড়ি পরাতে চেয়ে বিজ্ঞাপন
শাড়ি পরাতে চেয়ে বিজ্ঞাপন  © ফাইল ফটো

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জননেত্রী শেখ হাসিনা হলে মেয়েদের শাড়ি পরানোর একটি বিজ্ঞাপন নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

কেউ এটিকে হাস্যরসের খোরাক হিসেবে নিয়েছেন, আবার কেউ ইতিবাচক হিসেবেও দেখছেন। এনিয়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে রীতিমতো সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিত্তিক ফেসবুক পেজ ও গ্রুপ।

বিজ্ঞপ্তিতে ‘পরানো’ বানানকে ভুল করে ‘পড়ানো’ লেখায় সমালোচনাও করছেন অনেকে।

ভাইরাল হওয়া বিজ্ঞাপনে লেখা ছিল- ‘শাড়ি পড়ানো হবে, ফাল্গুন ও ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। দিন: ১৩ই ফেব্রুয়ারি ও ১৪ই ফেব্রুয়ারি, স্থান: জননেত্রী শেখ হাসিনা হল, ৬তলা। মোবাইল: ০১৯... টাকা: ৪০ টাকা। (বি. দ্র: আসার আগে কল দিয়ে আসবেন, প্রয়োজনীয় সেফটিপিন নিয়ে আসবেন)।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বলছেন, ছাত্রী হলে বিষয়টি খুবই সাধারণ বিষয়। বিশেষ দিনগুলোতে যেমন ফুলের দোকানগুলোতে ব্যবসা জমে তেমনি কিছু কিছু মেয়ে শাড়ি পরিধান, মেকআপ এসবের মাধ্যমে টাকা আয় করে। শুধু জননেত্রী শেখ হাসিনা হলেই নয়, বিভিন্ন দিবস উপলক্ষে প্রায় সবগুলো ছাত্রী হলেই এধরনের শাড়ি পরানোর উদ্যোগের বিজ্ঞাপন দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিজ্ঞাপন দেওয়া ওই ছাত্রী বলেন, ‘বিজ্ঞপ্তিটা হলে টানানোর জন্য আমি বানিয়েছি। কিন্তু হলে লাগানোর আগে তা ভাইরাল হয়ে গেছে। তবে এটা দেশের সব ছাত্রী হলের জন্য নরমাল একটি বিষয়।’

তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনটি নিয়ে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন। যারা ইতিবাচক মন্তব্য করছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নেতিবাচক মন্তব্য করছেন, তারা তাদের মন্তব্যের মধ্য দিয়ে নিজেদের নিচু মানসিকতার পরিচয় দিচ্ছেন।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence