একটি ল্যাপটপ নয়, চোরের প্রয়োজন ২টি মোবাইল

০২ জানুয়ারি ২০২২, ০৩:৩০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হল © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বেগম খালেদা জিয়া হলে চুরির ঘটনা ঘটেছে। হলটির ২৪০ ও ৪২৬ নম্বর কক্ষ থেকে দুইটি মোবাইল চুরি হয়েছে। টেবিলের মোবাইলের পাশে একটি ল্যাপটপ থাকলেও তা না নিয়ে শুধুমাত্র মোবাইল নিয়ে যাওয়ার বিষয়ে রহস্য তৈরি হয়েছে।

রবিবার (০২ জানুয়ারি) রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের দুইটি কক্ষে এ ঘটনা ঘটেছে। এছাড়া একই সময় বিশ্ববিদ্যালয়ের আরও একাধিক হলেও চুরির চেষ্টা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছেন।

আরও পড়ুন: দীর্ঘদিন বন্ধ থাকায় পবিপ্রবির একাধিক হলে চুরি

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শীতের রাতে চাদর আবৃত্ত কেউ একজন মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। সবাই ঘুমে থাকায় তাকে ধরা সম্ভব হয়নি। টেবিলে ফোনের পাশে একটি ল্যাপটপ থাকলেও শুধু মোবাইল নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের কাছে রহস্যজনক।

আরও পড়ুন: করোনার বন্ধে যবিপ্রবির আবাসিক হলে চুরি

খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ২৪০ ও ৪২৬ নম্বর কক্ষে চুরি হয়েছে বলে শুনেছি। শিক্ষার্থীদের বর্ণনা অনুযায়ী হলের কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে। আমরা শনাক্তের চেষ্টা করছি। 

আরও পড়ুন: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গ্রিল কেটে ছাত্রী হলে চুরি

এদিকে, করোনার বন্ধের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর চুরির ঘটনা বেড়েই চলছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল থেকে সাইকেল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে এক চোর। সময় শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করা হলে পরে শাহবাগ থানা দেওয়া হয়।

এভাবে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জিনিসপত্র চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তারা বলছেন, যথেষ্ট নিরাপত্তার মধ্যেও এ ধরনের ঘটনা ঘটছে। যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের পক্ষ থেকে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়েছে।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬