জাবি শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের সময় বাড়ল ১ দিন

২২ নভেম্বর ২০২১, ০৮:০০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গত ১১, ১২, ১৩ ও ২১ অক্টোবর প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদেরকে দ্বিতীয় ডোজ টিকার জন্য ২৩ নভেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে গিয়ে পুনরায় রেজিস্ট্রেশন করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রথম ডোজ টিকা নেয়া এসব শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে গিয়ে টিকাদান কেন্দ্র হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উল্লেখ করে পুনরায় কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

পাশাপাশি ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি আগামী ২৩ নভেম্বর বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রার অফিসের সাধারণ প্রশাসন শাখায় জমা দিতে বলা হয়েছে। এরপর এসব শিক্ষার্থীদের কাছে টিকার মেসেজ আসলে তারা দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবে।

তবে একইদিন রহিমা কানিজ স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে, যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১১, ১২, ১৩ ও ২১ অক্টোবর টিকা নেননি কিন্তু বিশ্ববিদ্যালয়ের দেয়া গুগল ফর্ম ও ইউজিসির ইউনিভ্যাক সিস্টেমে গিয়ে তথ্য প্রদান করেছেন তাদেরকে সুরক্ষা অ্যাপে গিয়ে স্ব-স্ব রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। এতে টিকাদান কেন্দ্র হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন করতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৩ নভেম্বর বিকাল ৪ টার মধ্যে সাধারণ শাখায় রেজিষ্ট্রেশন কার্ডের অনুলিপি সাধারণ শাখায় জমা দিতে হবে।

এর আগে, গত ১৫ ও ১৬ নভেম্বর রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হলেও টিকাকেন্দ্র নির্বাচন জটিলতায় আরো ১ দিন সময় বাড়াল কর্তৃপক্ষ।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬