হলে হলে শিক্ষার্থী নির্যাতন, ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

২১ নভেম্বর ২০২১, ০৩:২২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ © টিডিসি ফটো

হলে হলে চলমান গেস্টরুম নির্যাতনের প্রতিবাদে এবং গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ পাশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

আজ রবিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু হয়ে কলাভবন, মধুর ক্যান্টিন, সেন্ট্রাল লাইব্রেরি প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

সমাবেশে ডাকসু নির্বাচন চাই, গেস্টরুম নির্যাতন বন্ধ কর, হলে হলে নির্যাতন বন্ধ কর, পলিটিক্যাল রুম বাতিল কর, হাফ পাশ নিশ্চিত কর, ইত্যাদি প্লা-কার্ড নিয়ে শিক্ষার্থীরা দাড়িয়ে থাকতে দেখা যায়।

সমাবেশে ছাত্র পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘সারাদেশে শিক্ষার্থীদের হাফ পাশের আন্দোলনে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। শিক্ষার্থীদের উপর হামলা ও নারী শিক্ষার্থীদের লাঞ্চনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রজ্ঞাপন দিয়ে হাফ পাশ নিশ্চিত না করলে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আর হামলা করা হলে নিরাপদ সড়ক আন্দোলনের মত আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজ পথে নামব। হলে হলে শিক্ষার্থীদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের রাজনৈতিক দাসে পরিণত করার গেস্ট রুম কালচার বন্ধ করতে হবে।

আগামী ১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। ডাকসু সহ সারা দেশে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ক্যাম্পাস গুলোতে গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘‘শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ক্ষমতাসীন ছাত্রলীগ কারাগারে পরিণত করেছে। হল কমিটির উদ্দেশ্যে শিক্ষার্থীদের জোর করে মিছিলে নিয়ে যাচ্ছে, যারা যেতে অস্বীকৃতি জানায় তাদের গেস্টরুমে নিয়ে নির্যাতন করছে। ছাত্রলীগের উদ্দেশ্যে বলব ক্ষমতার অপব্যবহার করে, সন্ত্রাসী ভয় দেখিয়ে রাজনীতি না করে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাসের জন্য রাজনীতি করুন।

ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমাতুল্লাহ্ বলেন, ‘একুশ শতকে এসে আমাদেরকে বারবার শিক্ষা প্রতিষ্ঠানে গেস্টরুম নামক নির্যাতনের এমন ঘৃণীত ঘটনার মুখোমুখি হতে হচ্ছে, যা আমাদের প্রশাসনিক কাঠামোর দূর্বলতা প্রকাশ করে। যারা এ সকল ঘৃণিত কাজের সাথে জড়িত তারা মাদকাসক্ত ও বিকৃত মস্তিষ্কের।

সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখারা সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, সহ-সভাপতি আসিম মাহমুদ, রোকেয়া জাবেদ মায়া, শাকিল মিয়া, সোহেল মৃধা, শাহ মুহামৃমদ সাগরসহ প্রমুখ।

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাবা পরিত্যক্ত আফিয়াকে বাড়ি করে দিলেন তারেক রহমান
  • ১৯ জানুয়ারি ২০২৬
গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনই বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ছা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বৈশাখাী ভাতা নিয়ে যে সুপারিশ করতে যাচ্ছে পে-কমিশন
  • ১৯ জানুয়ারি ২০২৬
সব ওয়াজ মাহফিল স্থগিত আমির হামজার
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9