ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামের উদ্যোগ
সফটলোনে সাইকেল পেলেন ঢাবির ১০ শিক্ষার্থী, মোট ৬০ জনকে দেওয়া হবে
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ০৬:৩৩ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২১, ০৬:৩৩ PM
সফটলোনের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে সাইকেল প্রদান করা হয়েছে। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরাম’ এর উদ্যোগে আজ শনিবার (২০ নভেম্বর) বিকেলে ছাত্র -শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ১০ শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।
সাইকেল বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের প্রতিষ্ঠাতা জুলিয়াস সিজার তালুকদার, নিরাপত্তা মঞ্চের অন্যতম সদস্য রবিন ও সারজিস আলম প্রমুখ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফোরামের নেতারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলিয়াস সিজার তালুকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা সমস্যায় জর্জরিত।তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা সব সময়ই পাশে ছিলাম। সাইকেল প্রদান ছাড়াও ভবিষ্যতে আরও বড় প্রকল্প হাতে নেওয়া হবে। আমরা চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাসি ফোটাতে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
সাইকেলপ্রাপ্ত শিক্ষার্থী সংস্কৃত বিভাগের ছাত্র আবু খায়ের হৃদয় জানান, আগে টিউশনি করানোর জন্য মহাখালীতে যেতে ২-৩ ঘন্টা করে সময় লেগে যেত। এখন সাইকেল পাওয়ার পর সাইকেল চালিয়ে ৩০ মিনিটের মধ্যে পৌঁছাতে পারব। সফটলোনে সাইকেল দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামকে ধন্যবাদ।
জানা যায়, প্রতিটি সাইকেলের জন্য একজন ছাত্রকে ধাপে ধাপে ৭ হাজার ২০০ টাকা পরিশোধ করতে হবে এবং একজন ছাত্রীকে ৬ হাজার ৯০০ টাকা পরিশোধ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামের সাইকেল প্রকল্প পরিচালক হাবিবুর রহমান রবিন জানান, প্রাথমিকভাবে ১০ জনকে দেওয়া হয়েছে। প্রতি মাসে এভাবেই বাকি ৫০ জনকে ধাপে ধাপে সাইকেল দেওয়া হবে।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামের উদ্যোগে ঢাবি ক্যাম্পাসের দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণের জন্য কয়েক মাস আগে তাদের ফেসবুক গ্রুপে একটি সার্কুলার দেওয়া হয়। সেই সার্কুলারের ভিত্তিতে ২৪১ জন শিক্ষার্থী সাইকেলের জন্য আবেদন করেন। পরে ভাইভা বোর্ডে ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ভাইভার মাধ্যমে ৬০ জনকেই চূড়ান্ত করা হয়। প্রথম ধাপে ১০ জনকে বাছাই করে তাদেরকে সাইকেল নেওয়ার জন্য আজ টিএসসিতে ডাকা হয়।