একদিনে সশরীরে ক্লাস শুরু করেছে ৫ বিশ্ববিদ্যালয়

২১ অক্টোবর ২০২১, ১০:১৫ PM
একদিনে সশরীরে ক্লাস শুরু করেছে ৫ বিশ্ববিদ্যালয়

একদিনে সশরীরে ক্লাস শুরু করেছে ৫ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় বন্ধের পর এ মাসে খুলে যাচ্ছে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়। এ জন্য জোরেশোরে চলছে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। অন্তত একটি টিকা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো খোলার প্রস্তুতি শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরুর ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) একদিনে অন্তত ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু করেছে। এতে শিক্ষার্থীদের সন্তোষজনক উপস্থিতি দেখা গেছে।

দীর্ঘ ১৯ মাস বন্ধের পর আজ বৃহস্পতিবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হয়েছে। সশরীরের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজগুলোতে অনলাইনেও শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

স্বাস্থ্যবিধি মেনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার থেকে সশরীরে ক্লাস শুরু হয়েছে। তবে এদিন অধিকাংশ বিভাগে একাধিক ব্যাচের পরীক্ষা চলমান থাকায় সেখানে মাত্র দু-একটি ব্যাচের সশরীরে ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

করোনা ছুটি শেষে দীর্ঘ দিন পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে ক্লাস শুরু হয়। প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।

করোনার দীর্ঘ ছুটি শেষে ক্লাসে ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সশরীরে ক্লাস শুরু হয়েছে।

শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রমকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়টির সব বিভাগের ক্লাসরুম পরিস্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি হ্যান্ড স্যানেটাটাইজার ও থার্মাল স্ক্যানারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক পড়ে ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সকল বর্ষের শিক্ষার্থীদেরও সশরীরে ক্লাস শুরু হয়েছে। সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সাথে তাদের নিজ নিজ বিভাগ আর ক্লাসরুমে ফিরে গেছে। সেখানে শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে তাদের স্বাগত জানিয়েছে।

সশরীরে ক্লাস শুরুর বিষয়ে বশেমুরবিপ্রবি রাজিউর রহমান বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আমাদের একটি টিম কাজ করছে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় ৩২টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। পাশাপাশি শিক্ষার্থীদেরও বলা হয়েছে কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু তাদের সামনে এলে তারা যেনো প্রশাসনকে অবহিত করে।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬