ঢাবির মেডিকেল সেন্টারে টিকাদান শুরু

০৪ অক্টোবর ২০২১, ১১:৫১ AM
করোনাভাইরাস টিকাকেন্দ্রের উদ্বোধনকালে

করোনাভাইরাস টিকাকেন্দ্রের উদ্বোধনকালে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে করোনা টিকাদানের জন্য বিশেষ অস্থায়ী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের টিকাদান প্রক্রিয়া সহজ করতে এ অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।

আজ সোমবার (৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ টিকাকেন্দ্রের উদ্বোধন করেন।

পরে তিনি বলেন, আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলাম যাতে এমন একটা ব্যবস্থা করা হয়। এখন শুধু জাতীয় পরিচয়পত্র দিয়ে এখানে টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আমাদের আশ্বস্ত করেছেন, কীভাবে বিষয়গুলো আরও সহজ করা যায় তা উনি দেখবেন। আর যারা এক ডোজ টিকা নিয়েছেন তাদের বিষয়টিও দেখা হবে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পে টিকাদান কর্মসূচি চলবে। এছাড়া দ্বিতীয় পর্যায়ের (দ্বিতীয় ডোজ) টিকা দেওয়া হবে ১ নভেম্বর থেকে। অস্থায়ী এ ক্যাম্পে শুধু সিনোফার্মের ভেরোসেল টিকা দেওয়া হবে।

এসইউবিতে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’: নতুন স্বপ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইউজিসির পিএইচডি স্কলারশিপে মনোনীত হয়েছেন নজরুল বিশ্ববিদ্যাল…
  • ৩১ জানুয়ারি ২০২৬
রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে স…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নত…
  • ৩১ জানুয়ারি ২০২৬