শীত ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের শীত ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা আগামী ১৭ অক্টোবর থেকে আবাসিক হলগুলোতে উঠতে পারবে। এরপর সিদ্ধান্ত অনুযায়ী আমরা ২০ অক্টোবর থেকে সশরীরে পাঠদান শুরু করবো।

পড়ুন: সেশনজট নিরসনে ঢাবির ছুটি বাতিল

ছুটি বাতিলের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২০২১-২২ সেশনে বিশ্ববিদ্যালয়ের শীত ও গ্রীষ্মকালীন কোন ধরনের ছুটি থাকবে না।

এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। সভায় বিভিন্ন বিভাগের প্রধান এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ