ভর্তিচ্ছুদের সব ধরণের সহযোগিতা করবে ঢাবি ছাত্রলীগ

৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:০৭ PM
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতৃবৃন্দ

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতৃবৃন্দ © টিডিসি ফটো

আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সব রকমের সহযোগিতা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এজন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য শাখা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ছাত্রলীগ কর্তৃক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা।

কর্মসূচিসমূহ হচ্ছে:

১. স্থায়ী তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ
২. স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনকরন
৩. মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
৪. পরীক্ষাকেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত
৫. শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে 'জয় বাংলা বাইক সার্ভিস’
৬. কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ
৭. সুপেয় খাবার পানির ব্যবস্থা
৮. শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা
৯. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ
১০. অভিভাবকদের বিশ্রাম গ্রহণের ব্যবস্থা
১১. তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য 'মেডিকেল ক্যাম্প'
১২. ৭টি বিভাগের পরীক্ষাকেন্দ্র এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যেসকল নেতা-কর্মী উপস্থিত আছেন, তারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় পদক্ষেপ গ্রহণ করবে।

ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো ধরণের সহযোগিতা করতে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি থাকবে। পরীক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে প্রশ্নফাঁস, ডিজিটাল জালিয়াতিসহ কোনোরুপ অসুদোপায়ের আশ্রয় গ্রহণ না করা। এ ব্যাপারে আমরাও সতর্ক অবস্থানে থাকবো।

আচরণবিধি ভঙ্গ: বিএনপি মনোনীত প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমা…
  • ০৫ জানুয়ারি ২০২৬
জাবির হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক
  • ০৪ জানুয়ারি ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান 
  • ০৪ জানুয়ারি ২০২৬
‘তারেক রহমানে বাসার সামনে থেকে আটক ব্যক্তি র‍্যাব সদস্য নয়’
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে প্রথম হলেন যারা
  • ০৪ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ নম্বর পেয়ে ঢাবির ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে মানবিক শা…
  • ০৪ জানুয়ারি ২০২৬