স্কুল-কলেজ খুলেছে, বিশ্ববিদ্যালয় কেন নয়?

১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৩ PM
বিশ্ববিদ্যালয়গুলোর হল-ক্যাম্পাস খোলার দাবিতে বেশ কিছুদিন আন্দোলন করেছেন শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়গুলোর হল-ক্যাম্পাস খোলার দাবিতে বেশ কিছুদিন আন্দোলন করেছেন শিক্ষার্থীরা © ফাইল ফটো

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সারাদেশের সব স্কুল-কলেজ খুলেছে। শুরু হয়েছে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমও। তবে স্কুল-কলেজগুলো খুললেও বন্ধই আছে বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানতে চেয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খুলতে পারলে কেন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখা হয়েছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বেশ কয়েকদিন থেকে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান সমন্বয়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘‘কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দিয়ে স্কুল-কলেজ খুলে দিয়েছেন। এটা শিক্ষাব্যবস্থার চরম অব্যাবস্থাপনার বহিঃপ্রকাশ।’’

মশিউর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সদিচ্ছা থাকতো তারা অবশ্যই পূর্বেই বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করতে নির্দেশনা দিয়ে অল্প সময়ের মধ্যে খোলার ব্যবস্থা করতো। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বারবার দেশের উচ্চশিক্ষা লাভের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিনা কারণে টিকা ও নানা অযুহাতে বন্ধ রেখেছে।

‘‘সেশনজট, আবাসন সমস্যা, পরীক্ষা আটকে থাকা, ক্লাস-পরীক্ষা সশরীরে অংশগ্রহণ করতে না পারা সমস্যাগুলোর সমাধানের লক্ষে আমরা গত ফেব্রুয়ারী থেকে সারাদেশে আন্দোলন করে আসছি। দেশে পর্যাপ্ত টিকা থাকা সত্ত্বেও তারা টিকাকে ইস্যু করে হল ও ক্যাম্পাসগুলো বন্ধ রেখেছে। যা দেশের শিক্ষাব্যবস্থাকে নড়বড়ে ও নাজুক অবস্থায় নিয়ে গেছে।’’

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের বেশকিছু সমস্যার কথা তুলে ধরেছেন মশিউর। তিনি বলেন, কিছু পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত জানিয়েছে। আবার অনেকেই অনলাইনে গ্রহণ করছে। আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় কোন সিদ্ধান্তই নেয়নি। এখানে উচ্চশিক্ষায় বিরাট একটা বৈষম্য ‍সৃষ্টি হতে চলেছে।

মশিউর আরও বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল সেমিস্টার ফাইনাল পরীক্ষা, ল্যাব দ্বায়সারাভাবে অনলাইনে নিচ্ছে; যা চরম বৈষম্যমূলক। যেহেতু বেশিরভাগ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে হল-আবাসনের বিষয় নেই তাই দ্রুতই শিক্ষা নামের বাণিজ্য বন্ধ করে ভার্সিটি খুলতে হবে।

তিনি বলেন, অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ/শিক্ষার্থীদের ১ম/২য় ডোজ টিকা প্রদান সম্পন্ন হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীদেরও ভ্যাকসিন নেওয়া সম্পন্ন হয়েছে। সুতরাং টিকা গ্রহীতা সাপেক্ষে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত গ্রহণ না করা বিবেচনাহীন সিদ্ধান্ত।

শিক্ষার্থীদের টিকার বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের থেকে অধীক স্বাস্থ‍্য সচেতন এতে সন্দেহ নেই। তারপরও পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে কেন শুধুমাত্র স্কুল-কলেজ খোলার মত এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো এটা শিক্ষার্থীদের কাছে পরিষ্কার নয়।

দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আগামী মধ্য অক্টোবর (১৫ অক্টোবরের পর থেকে) নিজস্ব ব্যবস্থাপনায় খুলতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এমন পরিকল্পনার কথা জানানো হয়েছে।

তবে তার আগেও খুলতে পারে বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে অ্যাকাডেমিক কাউন্সিল। আমরা গত ২৬ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সভা করেছিলাম, সেদিনই বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠক করার কথা ছিল, কিন্তু হয়নি। এই সপ্তাহের মধ্যে আমরা বৈঠক করে, কবে খোলা যায় সেটি নিয়ে আলোচনা করব।’

বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবি জানিয়ে মশিউর বলেন, শিক্ষা মন্ত্রণালয় যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার দ্রুত নির্দেশনা না দেয়, তবে সারাদেশের শিক্ষার্থীরা তারা তাদের ক্যাম্পাসে ফিরে যেতে বাধ্য হবে। প্রয়োজনে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আন্দোলনের ডাক দেয়া হবে। আমরা বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত আমাদের দাবি আদায়ের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রাখবো।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬