পানিতে ডুবে মারা গেলেন জাবির সাবেক ছাত্র ইশতিয়াক

ইশতিয়াক আকবর
ইশতিয়াক আকবর

গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী।আজ রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮ টার দিকে বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। পরে নিকটস্থ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ওই শিক্ষার্থীর নাম ইশতিয়াক আকবর খান। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার উপজেলার মতলব উত্তর থানার ফরাজি কান্দি ইউনিয়নের তপদার পাড়ায়। তিনি জাবির অর্থনীতি বিভাগের ৪৩ ব্যাচের ছাত্র ছিলেন। তিনি গত মার্চ মাসে এনআরবি কমার্শিয়াল ব্যাংক চাঁদপুর শাখার প্রবেশনারী অফিসার হিসেবে যোগদান করেছিলেন।

এ ব্যাপারে ফরাজি কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ আনুমানিক সকাল ৮ টার দিকে অফিসে যাওয়ার প্রস্তুতি হিসেবে ধনাগোদা নদীর সাথে সংযুক্ত খালে গোসল করতে নামেন তিনি। পরে জোয়ারের কারণে সেখানেই ডুবে যান । একজন বোবা লোক তার ডুবে যাওয়া দেখে স্থানীয় লোকজনকে জানান। সকাল সাড়ে ৮ টার দিকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাবির ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী ও মৃতের প্রতিবেশী আশরাফুল ইসলাম শান্ত জানান, ধনাগোদা নদীতে সবসময় জোয়ার লেগেই থাকে। একদিকে খালের সাথে সংযুক্ত নদীর প্রবল জোয়ার অন্য দিকে সাঁতার না জানায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে চাঁদপুরের মতলব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল বলেন, আমরা বিষয়টি অবগত হয়ে লাশ থানায় নিয়ে আসি। নিহতের পিতা-মাতার কোন সন্দেহ/অভিযোগ না থাকায় তারা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করে। তাই বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি উনি সাঁতার জানতেন না বলেই এই দুর্ঘটনা ঘটেছে।


সর্বশেষ সংবাদ