হাফিজুর উদ্ধার হলে আমরা জানাব: ঢাবি প্রক্টর
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ মে ২০২১, ০৮:৫৫ PM , আপডেট: ২২ মে ২০২১, ০৮:৫৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী হাফিজুর রহমান গত আটদিন ধরে নিখোঁজ রয়েছেন। এদিকে আজ শনিবার সন্ধ্যার পর থেকে তাকে উদ্ধার করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছিল। তবে বিষয়টি নাকচ করে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। তিনি বলেছেন, হাফিজুর উদ্ধার হলে আমরা অফিসিয়ালি জানিয়ে দেব।
এর আগে ঈদুল ফিতরের পরদিন অর্থাৎ গত শনিবার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বন্ধুদের সাথে ক্যাম্পাস এলাকায় আড্ডার পর তিনি চলে যান। তার মায়ের সাথে সর্বশেষ কার্জনহলের সামনে বসে মোবাইলে কথা বলেছিলেন তিনি। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে উদ্ধারে কাজ করে যাচ্ছে। সামাজিক মাধ্যমে হাফিজুরকে উদ্ধার করা হয়েছে এ সংক্রান্ত খবর আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছি। তবে আমরা যতটুকু জেনেছি তার উদ্ধার হওয়ার যে খবর প্রচার হয়েছে সেটি সঠিক নয়। তার সন্ধান পেলে আমরা জানিয়ে দেব।
হাফিজুর রহমান ২০১৫-১৬ সেশনের ঢাবির তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ও একজন মূকাভিনয় শিল্পী। এছাড়াও বর্তমানে তিনি ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত।
হাফিজুরের পরিবার সূত্রে জানা গেছে, সন্তানের খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় তার বাবা-মা-বোন অসুস্থ হয়ে পড়েছেন। সর্বশেষ তার গায়ে ঢাবির লোগোযুক্ত ডাকসুর টিশার্ট পরিহিত ছিল।
তার পরিবার ও ঢাবি কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকলের সহযোগিতা চেয়েছে। কেউ সন্ধান পেলে নিচের নাম্বারসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলোঃ +8801681571977 (মীর লোকমান) +8801827949378 (লিজাইনুল ইসলাম রিপন)