বামজোট নেতাকর্মীদের কলিজা ছিঁড়ে ফেলবেন ছাত্রলীগ সভাপতি

১৮ মার্চ ২০২১, ০৪:৫২ PM
সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের সমাবেশ

সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের সমাবেশ © টিডিসি ফটো

আগামীকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বামজোট ঘোষিত মোদিবিরোধী সমাবেশ ঠেকানোর ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। তিনি বলেছেন, ‘আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মাঠে থাকবে। বামজোট কীভাবে সমাবেশ করে আমরা তা দেখে নেবো।’

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সনজিত বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মবার্ষিকীতে যখন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসছেন তখন একটি গোষ্ঠী বিভিন্ন ধরনের পাঁয়তারা করছে। শুনেছি আগামীকাল রাজু ভাস্কর্যে বামজোট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী সমাবেশ করবে। কালকে তাদের সঙ্গে দেখা হবে। তাদের কলিজা টেনে ছিঁড়ে ফেলা হবে।

এর আগে এদিন দুপুরে মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমন ঠেকানোর ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্রজোট। একইসঙ্গে আগমনের প্রতিবাদে কর্মসূচির ঘোষণা দেয় বামজোটের নেতারা।

ঢাবি ছাত্রলীগ সভাপতি বলেন, যেকোন মূল্যে আগামীকালের বামজোটের কর্মসূচি প্রতিহত করা হবে। আমরা যদি ১০ জনও থাকি, আমরা ১০ জন যে আদর্শে বিশ্বাস করি সে আদর্শিক শক্তি দিয়ে তাদের প্রতিহত করা হবে। এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিব আদর্শের সৈনিকের অভাব নেই। সীমালঙ্ঘন করবেন না, সীমালঙ্ঘন করলে পিঠের চামড়া থাকবে না।

সুনামগঞ্জে হামলার বিষয়ে সনজিত বলেন, এটাই কি আমাদের অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ! যেখানে সংখ্যালঘুদের উপর এভাবে নির্যাতন চালনো হয়। দুইদিন আগে থেকে ঘোষণা দিয়ে এ হামলা চালানো হয়েছে। সুনামগঞ্জের ছাত্রলীগ-আওয়ামীলীগ কি করছে? সেখানকার প্রশাসন কি করেছে?

তিনি বলেন, সুনামগঞ্জের শাল্লায় সংগঠিত ঘটনা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতাকেও দেখলাম না মুখ খুলতে। বাংলাদেশ আওয়ামী লীগের একজনও কি নেতা নেই এ বিষয়টি নিয়ে কথা বলার? শাল্লায় হামলার আগে প্রশাসনকে জানানো হয়েছিল। প্রশাসনকে জানানোর পরও প্রশাসন কেন এ ভূমিকা পালন করল?

সনজিত আরও বলেন, ‘আমরা মুজিব আদর্শের রাজনীতি করি, আমরা ছাত্রলীগ করি, আমরা সকল সংগঠনের ভুল ধরতে পারি, সংগঠন হিসেবে আমরা অনেক প্রাচীন সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এক ভাষণে বলেছিলেন, আওয়ামী লীগ ভুল করতে পারে, কিন্তু আমার ছাত্রলীগ ভুল করতে পারে না।’

সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9