‘অপরাজিতা পুরস্কার’ পেলেন জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম  © ফাইল ফটো

দেশের প্রথম নারী উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারজানা ইসলাম শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘অপরাজিতা পুরস্কার ২০২১’ পেয়েছেন।

উপাচার্যের নিজ কার্যালয়ে আজ শুক্রবার (৫ মার্চ) বিকেলে উপাচার্যের পক্ষে শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ও সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ আমিন জুয়েলার্স ও প্রাইম ব্যাংক প্রবর্তিত এ পুরস্কার গ্রহণ করেন। এ ছাড়া চেক গ্রহণ করেন শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ এবং উত্তরীয় গ্রহণ করেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন।

অনুষ্ঠানে অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে উপাচার্য তাঁর অনুভূতি ব্যক্ত করেন।

জাবি উপাচার্য বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রথম নারী উপাচার্য হিসেবে আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব প্রদান করেছেন। এ কারণে অপরাজিতা পুরস্কার এবং সম্মান তাঁদের প্রতি উৎসর্গ করছি।’

উপাচার্য আরও বলেন, ‘কাজের মধ্য দিয়ে নিজের যোগ্যতা তুলে ধরতে চাই। এ পুরস্কার প্রাপ্তিতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির সিনিয়র ম্যানেজার এবং অপরাজিতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের পরিচালক চৌধুরী জাহাঙ্গীর আলম।


সর্বশেষ সংবাদ