ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের দখল করা ভবন ছাড়ার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মচারী ভবন স্বাধীনতা টাওয়ারে অবস্থানরত হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীদের টাওয়ার ছেড়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে হল কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা বর্ধিত ভবন (টিনশেড)–এ থাকতে পারবেন বলেও জানানো হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) হল কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ শনিবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্ট ড. মো. সিরাজুল ইসলাম। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে নামানোর চেষ্টা করছি। অল্প কয়েকজন শিক্ষার্থী এখনো সেখানে আছে, তারাও হয়তো আজকে নেমে যাবে।’

আরও পড়ুন: ঢাবির কর্মচারী ভবনে দুই ছাত্র-ছাত্রীর ‘আপত্তিকর’ অবস্থান, তদন্তে প্রশাসন

তিনি আরও বলেন, ‘আসলে শিক্ষার্থীরা সেই দিন খুব ভয়ে ছিল। এটা মারাত্মক একটি দুর্ঘটনা, তাই তারা সেখানে উঠেছে। এছাড়াও আমার একজন শিক্ষার্থী চার তলা থেকে লাফ দিয়ে পড়ে গেছে, তার আজকে অপারেশন। আমরা সেই বিষয়েও চিন্তিত আছি।’

দুই শিক্ষার্থীর স্পকাতর ভিডিও নিয়ে প্রভোস্ট বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি দেখা যাচ্ছে, তা নিয়ে আমরা তদন্ত করছি। তবে প্রাথমিকভাবে মনে হয়েছে হয়তো তারা বন্ধু বসে কথা বলছিল। তারপরও বিষয়টি সেনসিটিভ হওয়ায় আমরা তদন্ত চালাচ্ছি।’


সর্বশেষ সংবাদ