রাবি শিক্ষার্থীর রক্ত নিয়ে রাজনীতি করার সুযোগ নাই: সালাহ উদ্দিন আম্মার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৪:২৩ AM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ০৪:২৩ AM
রাবি শিক্ষার্থীর রক্ত নিয়ে রাজনীতি করার বিন্দুমাত্র সুযোগ নাই বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আম্মার। বুধবার (১৯ নভেম্বর) দুই শিক্ষার্থীকে মারধরে ঘটনায় এ হুঁশিয়ারি দেন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে আম্মার বলেন, ‘রাবির ৪ জন শিক্ষার্থীর ওপর হামলা এটা শুধুই একটি ঘটনা না এটি আমাদের সহ্যের সীমার সরাসরি পরীক্ষা। রাবির শিক্ষার্থীর গায়ে যারা হাত তুলেছে তারা ২৪ ঘণ্টার মধ্যে ধরা না পড়লে পরিস্থিতি কোন দিকে যাবে তার দায় প্রশাসনকেই নিতে হবে।
তিনি আরও বলেন, ‘কার উদ্দেশ্যে হামলা, কেন হামলা এসব কথার সময় এখন না। প্রথম ও একমাত্র দাবি হামলাকারীদের গ্রেফতার অবিলম্বে। একটুও শৈথিল্য দেখানোর সুযোগ নেই। যারা এই হামলা করেছে অথবা যারা তাদের পাঠিয়েছে সবাইকে বের করে আনতে হবে।
রাকসুর জিএস বলেন, ‘এই ৩ জন শিক্ষার্থীর নিরাপত্তা ছিলো আমাদের দায়িত্ব ছিলো প্রশাসনের আমানত। এটা কোনোভাবেই ছেড়ে দেওয়ার মতো বিষয় না। আমি স্পষ্ট করে বলছি- হামলাকারীদের পেছনে যে ‘বড় মাথা’ থাকুক আমরা সেটা দেখতে চাই। রাবি শিক্ষার্থীর রক্ত দিয়ে রাজনীতি করার বিন্দুমাত্র সুযোগ নাই।’
এর আগে বুধবার রাত ১১ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা ক্যান্টিন থেকে রামদা ঠেকিয়ে দুই শিক্ষার্থীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে দুর্বৃত্তরা তাদের মারধর করে ফেলে যায়। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন ফাইনান্স বিভাগের ২০২১-২২ সেশনের ফারাবী এবং একই বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী বকশী।
এসময় খাবার নিতে গেলে নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিনহাজও হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে কোপ দিলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার হাতে ছয়টি সেলাই লাগে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যান্টিনে খাবার খাওয়ার সময় হঠাৎ কয়েকজন হেলমেট পরিহিত ব্যক্তি রামদা, হাতুড়ি ও পিস্তল নিয়ে হামলা চালায়। তারা দুই শিক্ষার্থীকে রামদা ঠেকিয়ে তুলে নিয়ে যায়। পরে মন্ডলের মোড় থেকে ফারাবীকে এবং হবিবুর রহমান হলের সামনে থেকে আহত বকশীকে উদ্ধার করা হয়।