রাবিতে 'ক্যারিয়ার হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০২:৫৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে 'ক্যারিয়ার হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওবায়দুল হক। সেমিনারের শুরুতে অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর স্বাগত বক্তব্য দেন ড. মো. শরিফুল ইসলাম।
অধ্যাপক ওবায়দুল হক বলেন, আমাদের আশেপাশের সবকিছুই আন্তর্জাতিক সম্পর্কের সাথে প্রাসঙ্গিক। আন্তর্জাতিক সম্পর্ক একটি পরিবর্তনশীল বিষয় এবং এর কাজ শুধু আন্তর্জাতিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান-সহ আরও অন্যান্য ডিসিপ্লিনের সাথে এর গভীর সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষার্থী থিওরির সাথে বাস্তবতাকে খুবই সুচারুভাবে যোগসূত্র করতে পারে। এছাড়া তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ক্যারিয়ার, সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তর আলোচনা করেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ-এর একজন শিক্ষার্থী হিসেবে নিয়মিত পত্রিকা পড়াসহ আরও অনেক বিষয় নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগটির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেহেনুমা নাফিয়া প্রিনা। সেমিনার শেষে অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।