আন্তর্জাতিক মানের ২৩টি জার্নাল ও ১৬টি ই-বুকের ফ্রি অ্যাকসেস ঢাবি শিক্ষার্থীদের 

সানজিদা আহমেদ তন্বি ও ঢাবি লোগো
সানজিদা আহমেদ তন্বি ও ঢাবি লোগো   © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের ২৩টি জার্নাল ও ১৬টি ই-বুকের ফ্রি অ্যাকসেস রয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডাকসু গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি তার ফেইসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। 

পোস্টে তিনি বলেন, রিসার্চ আইডিয়া কনসেপচুয়ালাইজ করতে গেলে প্রথমেই আসে লিটারেচার রিভিউ এবং জার্নাল অ্যাকসেসের বিষয়টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ চাওয়ার হচ্ছে 'জার্নাল অ্যাকসেস।' কিন্তু ঢাবিতে জার্নাল অ্যাকসেসের অপ্রতুলতা আছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাইরেসি এবং ওপেন অ্যাকসেস আর্টিকেলগুলোর ওপর নির্ভর করতে হয়। যা খুবই হতাশাজনক।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু জার্নালের অ্যাক্সেস আছে। যা শিক্ষার্থীদের লিটারেচার রিভিউ প্রসেসকে অনেকটা সহজ করে দিতে পারে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেসব জার্নালে অ্যাকসেস আছে সে গুলো হলো- American institute of physics (AIP), American physical society (APS), American Society for Civil Engineers (ASCE),American Society of agricultural and biological engineers (ASABE), American society of mechanical engineers (ASME), Cambridge university press (CUP), De gruyter journal, EBSCO including CMMC, Nature reaserch, Emerald insight, IEE xplore Digital library, Indian journals, International forestry review, Institute of physics (IOP), JSTOR, MAX plank Encyclopedia of comparative Constitutional law, Oxford journals, Project MUSE, Royal society for chemestry (RSC), Scientific American, Springer, wiley online library.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেসব ই-বুক ওয়েবসাইটে অ্যাকসেস রয়েছে সে গুলো হলো- ACS eBooks Complete, Cambridge eBooks online, De Gruyter LIS books collection, Elsevier, JSTOR (open access books), McGraw Hill, Oxford Scholarship Online, pearson,  Project MUSE books, SAGE, springer (see titles list below), Taylor and Francis (Humanities and Social sciences), Taylor and Francis - CRCnetBASE (science, technology and Medical), World Scientific (see titles list below), Willey online books.

 শিক্ষার্থীরা যেভাবে এসব জার্নাল ও ই-বুক ওয়েবসাইটে অ্যাকসেস পেতে পারে: 

*বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি (যেমন- সাইবার ক্যাফে) ও বিজ্ঞান লাইব্রেরির কম্পিউটারগুলোতে এসব জার্নালের অ্যাক্সেস আছে। উক্ত কম্পিউটার ব্যববহার করে শিক্ষার্থীরা জার্নাল অ্যাকসেস পেতে পারে।

*বিভাগগুলোতে যেসব কম্পিউটার আছে সেসব কম্পিউটার ব্যবহার করেও এ জার্নালগুলোর অ্যাকসেস পাওয়া যাবে।

*রিমোট অ্যাসসেস: ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করেও এসব জার্নালের অ্যাকসেস পাওয়ার সুযোগ আছে। এর জন্য লাইব্রেরির তথ্য-প্রযুক্তি সেকশন বা প্ল্যানিং ও ডেভলপমেন্ট সেকশনে গিয়ে আবেদনের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। 

এসব জার্নাল ও ই-বুকের বাইরেও ডাকসুর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি জার্নাল যেমন: টেইলর & ফ্রান্সিস, ইএলএসইভিআইইআর (ELSEVIER), সায়েন্স ডিরেক্ট & স্কোপাস ইত্যাদির অ্যাকসেস পাওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।


সর্বশেষ সংবাদ