জাতিসংঘ সফরে হামলা ও রাবিতে শিক্ষক হেনস্থার নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ AM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ AM
বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম

বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম © সংগৃহীত

জাতিসংঘ সফরে রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন শিক্ষক এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের ভেতরের একটি অংশের মদদেই এসব হামলা ঘটছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানানো হয়। এর আগেও জুলাই বিপ্লবের শীর্ষ নেতৃত্ব উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বিদেশে হামলা হয়েছিল। নিউইয়র্ক বিমানবন্দরে সাম্প্রতিক হামলা প্রমাণ করে আওয়ামী লীগ তাদের খুন, গুম, দুর্নীতি ও জুলাই হত্যাকাণ্ড নিয়ে কোনো অনুশোচনা করছে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ তাঁর সফরসঙ্গীরা যুক্তরাষ্ট্রে পৌঁছান। সোমবার স্থানীয় সময় বিকেলে জন এফ কেনেডি বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বিমানবন্দর ত্যাগের সময় আওয়ামী লীগের একদল উচ্ছৃঙ্খল নেতা-কর্মী তাদের উদ্দেশে স্লোগান ও কটূক্তি করেন। একপর্যায়ে আখতার হোসেনের গায়ে ডিমও নিক্ষেপ করা হয়।

এই ঘটনার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক নেতাদের ওপর এ ধরনের হামলা গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য হুমকি। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

একইসাথে ফোরামের নেতৃবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীরও নিন্দা জানান। তাঁরা বলেন, কোটা বিরোধী আন্দোলনে শহীদ ও আহত বিপ্লবীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে বিতর্কিত কোটা ফিরিয়ে আনার ষড়যন্ত্র শিক্ষক সমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। সেই সাথে রাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দিন, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানসহ কয়েকজন শিক্ষককে হেনস্থার ঘটনা সমগ্র শিক্ষক সমাজের মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

শিক্ষক ফোরাম এ ঘটনায় জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এবং বারবার রাকসু নির্বাচন পেছানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। তাঁরা ঘোষিত সময়ে রাকসু নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দেন।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9