ভিপির পুলিশিংয়ে ১ কেজি টেস্টিং সল্টের শাস্তি ৩ হাজার টাকা!

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ PM
 আজিজুল হক

আজিজুল হক © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) আজিজুল হক এবার হলের স্টোরে টেস্টিং সল্ট পাওয়ায় দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) লিখিত নোটিসের মাধ্যমে এ জরিমানা করেন তিনি। সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জরিমানার এই লিখিত নোটিসের ছবি ছড়িয়ে পড়েছে।  

নোটিসে লেখা হয়েছে,  ১ কেজি টেস্টিং সল্ট পাওয়ায় হলের ৮ নম্বর দোকানের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হলো। তিন দিনের মধ্যে অনাদায়ে দোকানের চুক্তিনামা বাতিলের জন্য হল অফিসে সুপারিশ করা হবে। হল অফিস এ জরিমানা আদায় করবে। 

এর আগে, হলের ক্যাফেটেরিয়ায় খাবারের মান ও কর্মচারীদের হাফপ্যান্ট পরে কাজ করাসহ নানা অব্যবস্থাপনার অভিযোগে ক্যাফেটেরিয়া ম্যানেজারকে আল্টিমেটাম দেন তিনি। ক্যাফেটেরিয়া ম্যানেজারের সঙ্গে তার কথোপকথনের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন আজিজুল হক। পোস্টে তিনি লেখেন, ‘হাফপ্যান্ট পরে রান্না করছিলেন কর্মচারীরা। এছাড়া এমন কিছু আইটেম তালিকাভুক্ত করা ছিল, যা আসলে সেদিন রান্নাই হয়নি। সবচেয়ে বাজে অভিজ্ঞতা ছিল— ডালের মধ্যে তেমন কোনো ডাল খুঁজে পাওয়া যায়নি।’

তিনি আরও লেখেন, ‘আপনারা জেনে অবাক হবেন, দীর্ঘ ৪২ বছর ধরে একই ব্যক্তি এ ক্যাফেটেরিয়া পরিচালনা করছেন। অবস্থা এমন হয়েছে যে, খুব বেশি অপারগ না হলে শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়া এড়িয়ে চলে। এর আগে কমপক্ষে ২০ বার সতর্ক করা হলেও তারা এমন আচরণ দেখায় যেন তাদেরকে জবাবদিহির আওতায় আনার জন্য হল প্রশাসন বা ছাত্র প্রতিনিধি কেউ যথেষ্ট নয়।’

সতর্ক করার সময় ব্যবহার কিছুটা উচ্চবাচ্য হয়ে গিয়েছিল স্বীকার করে আজিজুল হক লেখেন, ‘যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন— এখানে সব ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমেই পরিচালিত হয়। সামনে থেকে আমরা আচরণে আরও সংযত ও মার্জিত থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে যেসব স্কলারশিপে
  • ১৬ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন শেষে ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে লস হবে এনসিপির, এমনকি নাহিদ ইসলাম রিস্কে পড়ে গেল’
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনের পর ৫০তম বিসিএস পরীক্ষার দাবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
বেতন কাঠামোতে শিক্ষকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হলে শিক্ষাব্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9